দিল্লি দূষণ: আবার সুপ্রিম তোপে কেন্দ্র

বিকাশবাবু এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চান। শীর্ষ আদালত এরপরেই ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দেয়, কেন্দ্র ও রাজ্যগুলিকে দ্রুত বক্তব্য জানাতে হবে।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : রাজধানী দিল্লির বায়ুদূষণ নিয়ে ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। দূষণ নিয়ন্ত্রণে বারবার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও বাস্তবে যে তার কিছুই পূরণ করা হচ্ছে না তা উল্লেখ করে সোমবার বায়ুদূষণ সংক্রান্ত মামলার শুনানিতে অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। দূষণের মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ কেন বন্ধ হয়নি নির্মাণ কাজ বন্ধের নির্দেশ সত্ত্বেও, চূড়ান্ত অসন্তোষের সঙ্গে তারও জবাব চাওয়া হয় কেন্দ্রীয় সরকারের কাছে।

আরও পড়ুন-আলোচনা না করেই সংসদে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল

কোর্টের নির্দেশ, বুধবারের মধ্যেই এই সংক্রান্ত গাফিলতির হলফনামা দিয়ে জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। একইভাবে বুধবারের মধ্যেই হলফনামা দিতে হবে রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাব সরকারকেও। সর্বোচ্চ আদালতের কাছে তাদের জানাতে হবে দিল্লির বায়ুদূষণ কম করতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে তাদের তরফে।

আরও পড়ুন-আজ মুম্বই সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্নার বেঞ্চে এদিন দিল্লি বায়ুদূষণ মামলার শুনানি হয়। মামলাকারী আইনজীবী বিকাশ সিং দাবি করেন, নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলা হলেও কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ভিস্তার কাজ এখনও চলছে। আমাদের কাছে ভিডিও আছে, কীভাবে এই নির্মাণ কাজে ধুলো উড়ছে এবং তার ফলে বায়ু দূষিত হচ্ছে। বিকাশবাবু এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চান। শীর্ষ আদালত এরপরেই ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দেয়, কেন্দ্র ও রাজ্যগুলিকে দ্রুত বক্তব্য জানাতে হবে।

Latest article