আলোচনা না করেই সংসদে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল

অধিবেশনের শুরুতেই সেই দাবি নিয়ে বিরোধীরা সোচ্চার হন। পরে তাঁরা বিক্ষোভ দেখান। এই পরিস্থিতিতে লোকসভা দুপুর ১২টা অবধি স্থগিত করে দেওয়া হয়।

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : সংসদের উভয় কক্ষে চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে বিনা আলোচনায় পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভা ও রাজ্যসভায় পাশ হল কৃষি আইন প্রত্যাহার বিল। বিরোধী দলগুলি এই বিল নিয়ে বিস্তারিত আলোচনার দাবি জানায়। যথারীতি তাতে আমল দিতে চায়নি সরকারপক্ষ। তড়িঘড়ি ধ্বনি ভোটের মাধ্যমে দুই কক্ষে এই বিল পাশ করানো হয়। বিল পাশ হওয়ার পরই বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকায় রাজ্যসভার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়।

আরও পড়ুন-আজ মুম্বই সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়

সোমবার সকালে লোকসভার বিএ কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছিলেন, আলোচনার সুযোগ দিয়ে তবেই কৃষি আইন প্রত্যাহার বিল পাশ করাতে হবে। সেইসঙ্গে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে সংসদে বিল আনতে হবে সরকারকে। অধিবেশনের শুরুতেই সেই দাবি নিয়ে বিরোধীরা সোচ্চার হন। পরে তাঁরা বিক্ষোভ দেখান। এই পরিস্থিতিতে লোকসভা দুপুর ১২টা অবধি স্থগিত করে দেওয়া হয়।

আরও পড়ুন-Meghalaya TMC: আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করবেন মেঘালয় প্রদেশ তৃণমূল সভাপতি চার্লস পিংরো

ফের অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন। মাত্র চার মিনিটের মধ্যেই বিনা আলোচনায়, ধ্বনি ভোটের মাধ্যমে এই বিল লোকসভায় পাশ করিয়ে দেওয়া হয়। দুপুর ২টোয় রাজ্যসভার অধিবেশন শুরু হলে কৃষিমন্ত্রী ফের একবার এই বিল পেশ করেন। বিরোধীরা তখনও আলোচনার দাবিতে সরব হন। কিন্তু তা অগ্রাহ্য করে ধ্বনি ভোটের মাধ্যমে এই বিল রাজ্যসভাতেও পাশ করিয়ে দেওয়া হয়।

Latest article