পিঙ্ক সিটিতে আজ দিল্লি বনাম রাজস্থান

বৃহস্পতিবার পিঙ্ক সিটিতে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। দিল্লি প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে।

Must read

জয়পুর, ২৭ মার্চ : সওয়াই ম্যান সিং স্টেডিয়ামে প্র্যাকটিসের ফাঁকে দেখা হয়ে গেল ঋষভ পন্থ ও জস বাটলারের। দিল্লি অধিনায়ক তাঁকে হ্যাপি হোলি বলার পর খেয়াল করেন বাটলারের হাতে তখনও রং লেগে। তিনি সেটা রাজস্থান তারকাকে বলতেই জবাব এল, আরে আমার চুল এখনও গোলাপি হয়ে আছে! বাটলার এরপর ঋষভের স্বাস্থ্যের খোঁজ নেন। ঋষভ তাঁকে বললেন, দুর্ঘটনার পর তিনি বুঝেছেন কীভাবে ধৈর্য ধরতে হয়। তিনি অবশ্য বাটলারকে মজা করে বলেন, আমি কিন্তু ব্যাট করার সময় ধৈর্য্য ধরতে যাব না!

আরও পড়ুন-বোকা বানাবেন না, প্লিজ

বৃহস্পতিবার পিঙ্ক সিটিতে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। দিল্লি প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে। তবে প্রত্যাবর্তনের ম্যাচে ঋষভকে দেখে স্বস্তি পেয়েছেন ভক্তরা। এদিকে, প্র্যাকটিসে চোট পাওয়ায় দিল্লি ইশান্ত শর্মাকে পাচ্ছে না। তাঁর জায়গা নিতে পারেন রসিক সালাম। এই মাঠ ঋষভের কাছে খুব পয়া। এখানে ২০২১-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ভারতকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-ঘুরে আসুন ডাউকি

রাজস্থান যেমন তাদের দ্বিতীয় হোম ম্যাচ খেলবে বৃহস্পতিবার, তেমনই দিল্লি তাদের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ খেলবে এখানে। সঞ্জু স্যামসনের নেতৃত্বে প্রথম ম্যাচে রাজস্থান জিতেছে। সঞ্জু নিজে অসাধারণ ৮২ রান করেছেন। বোলিংয়ে বোল্ট, অশ্বিন ও চাহালকে নিয়ে বেশ শক্তিশালী লাইন আপ। নর্তজে খেললে দিল্লির বোলিংও শক্তিশালী দেখাবে। কিন্তু তিনি কবে থেকে খেলবেন সেটাই এখন বড় প্রশ্ন।

Latest article