বারাসতে চলমান সিঁড়ির দাবি

শিয়ালদহ-বনগাঁ শাখার বারাসত রেল স্টেশনে দুটি চলমান সিঁড়ির আবেদন জানালেন বারাসাতের চিকিৎসক সাংসদ কাকলী ঘোষ দস্তিদার।

Must read

সংবাদদাতা, বারাসাত : শিয়ালদহ-বনগাঁ শাখার বারাসত রেল স্টেশনে দুটি চলমান সিঁড়ির আবেদন জানালেন বারাসাতের চিকিৎসক সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। পাশাপাশি রেলগেটগুলির ভগ্নদশার সংস্কার সহ রেলগেটের রাস্তা গুলির সংস্কারের আবেদন জানালেন সাংসদ। পাশাপাশি ডেডিকেটেড ফ্রেইট কোরিডোর ও এনটি কলিউশান ডিভাইসের কাজের অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন-আর ধরনা নয় : কোর্ট

বুধবার হাওড়ার রেল ভবনে শিয়ালদহ ও হাওড়া’র ডিভিশানাল ম্যানেজার ও পূর্ব রেলের জেলারেল ম্যানেজার সহ একাধিক রেল আধিকারিক ও ইঞ্জিনিয়াদের সঙ্গে এই দুই ডিভিশনের সঙ্গে সাংসদদের একটি আলোচনা হয়। সেখানেই এই প্রস্তাব দেন কাকলি ঘোষদস্তিদার। সাংসদ জানান, উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। প্রতিদিন কাজের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ এই জংশন স্টেশন দিয়ে যাতায়াত করেন। বহু বয়স্ক, অসুস্থ, ও শিশুরাও স্টেশনটি ব্যবহার করেন। তাদের কথা ভেবেই সাংসদ হিসেবে আমি দুটি চলমান সিঁড়ির আবেদন করেছি। রেল কতৃপক্ষ আশ্বাস দিয়েছেন কাজ শুরু হবে।

Latest article