আর ধরনা নয় : কোর্ট

গত ২১ সেপ্টেম্বর সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে। কিন্তু ধরনা কর্মসূচি চালিয়ে যেতে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই চাকরিপ্রার্থীরা।

Must read

প্রতিবেদন : ময়দানে গান্ধীমূর্তির নিচে পাদদেশে আর ধরনা নয়। বৃহস্পতিবার আন্দোলনরত ২০১৪-র টেট চাকরিপ্রার্থীদের এমনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এর আগে তাঁদের ৫ দিনের জন্য অনুমতি দিয়েছিল আদালত। কিন্তু সেই সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। তাই আর ধরনা চালিয়ে যেতে পারবেন না চাকরিপ্রার্থীরা, নির্দেশ হাইকোর্টের। গত ১৬ সেপ্টেম্বর থেকে ৫ দিনের জন্য ২০১৪-র টেট চাকরিপ্রার্থীদের গান্ধীমূর্তি নিচে ধরনায় বসার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

আরও পড়ুন-বিরোধীদের কাছে যান, বুঝিয়ে তাদের ফেরান

গত ২১ সেপ্টেম্বর সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে। কিন্তু ধরনা কর্মসূচি চালিয়ে যেতে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই চাকরিপ্রার্থীরা। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে বলেন, ধরনা যদি চালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকত তাহলে কেন আগেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানানো হয়নি? তা না করে ফের অনুমতি চাওয়া হচ্ছে। এরপরই ওই ৫০ জন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীর আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

Latest article