রেলসেবকদের কাজে ফেরান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলসেবকদের নিয়োগ করেছিলেন। কেন্দ্রের বিজেপি সরকার এদের কাজ থেকে বসিয়ে দেয়।

Must read

সংবাদদাতা, হাওড়া : পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের ট্রেন পরিষেবা নিয়ে এলাকার সাংসদদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন রেলের কর্তারা। বুধবার হাওড়ার ডিআরএম অফিসে ওই বৈঠক হয়। ছিলেন সাংসদ সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, প্রতিমা মন্ডল, দোলা সেন সহ আরও অনেকে। বৈঠকে রেল পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক প্রস্তাব দেন সাংসদরা। দু’বছর কোভিড পরিস্থিতির কারণে এই পর্যালোচনা বৈঠক বন্ধ ছিল। এবার ফের বৈঠক হল।

আরও পড়ুন-বারাসতে চলমান সিঁড়ির দাবি

বৈঠকে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় রেলসেবকদের পূনরায় কাজে নিয়োগের জন্য রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলসেবকদের নিয়োগ করেছিলেন। কেন্দ্রের বিজেপি সরকার এদের কাজ থেকে বসিয়ে দেয়। এদিনের বৈঠকে রেলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের কাজে পুর্ণবহালের দাবিতে সরব হন প্রসূন। এরই সঙ্গে বালি ও বেলুড় স্টেশনের রেলে লাইনের আন্ডারপাস দ্রুত মেরামতের জন্য বলেন সাংসদ।

Latest article