নাম বদল করে জালিয়াতি

রোহন নৈহাটির বাসিন্দা শশীকান্থ প্যাটেলকে ওই টাকা দেওয়ার কথা ছিল। পুলিশ তার বাড়িতে তদন্ত করতে গিয়ে দেখে বাড়ি তালা বন্ধ।

Must read

সংবাদদাতা, বারাকপুর : ৬১ লক্ষের বেশি টাকা সহ নৈহাটি রেল স্টেশনে মঙ্গলবার গ্রেফতার হওয়া টিটাগড়ের বাসিন্দা অভিষেক সোনকার কোথা থেকে টাকা নিয়ে কোথায় দিতে যাচ্ছিল সেই বিষয়টি পুলিশ বের করেছে। পাশাপাশি ধৃত যুবক অভিষেক সোনকারের আসল নাম রোহন কুমার তাতুয়া বলে পুলিশ জানতে পেরেছে। সে তার নাম নিয়ে বিভ্রান্তি তৈরি করছিল। বৃহস্পতিবার ধৃতকে শিয়ালদহের রেল পুলিশের আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে নির্দেশ দেন।

আরও পড়ুন-রেলসেবকদের কাজে ফেরান

রোহন নৈহাটির বাসিন্দা শশীকান্থ প্যাটেলকে ওই টাকা দেওয়ার কথা ছিল। পুলিশ তার বাড়িতে তদন্ত করতে গিয়ে দেখে বাড়ি তালা বন্ধ। পুলিশের অনুমান ঘটনা প্রকাশ্যে আশার পরেই সে গাঁ ঢাকা দিয়েছে। পাশাপাশি যার কাছ থেকে টাকা নিয়ে রোহন শশীকান্তের কাছে যাচ্ছিল সে আসলে মহারাষ্ট্রের বাসিন্দা। স্বর্ণ ব্যবসায়ী। নাম বিকাশলাল গোড়ে। কয়েক বছর সে টিটাগড়ে বাসবাস করছে ও সোনার ব্যবসা করছে। আয়কর দফতরের আধিকারিকেরা তার ব্যবসার তথ্য থেকে জানতে পেরেছে তার বাৎসরিক লেনদেন দেড়শো কোটি টাকা। একজন স্বর্ণব্যবসায়ী এই পরিমাণ লেনদেন নিয়ে অবাক তদন্তকারিরা। তাদের অনুমান এই ব্যবসার পিছনে বড় কোনও রহস্য আছে। বুধবার রোহনের মা ইনা দেবী টিটাগড়ের বাড়িতে বসে জানান তাদের বাড়ির উল্টোদিকেই একটি সোনা রূপা গলানোর কারখানাতে সে কাজ করত।

Latest article