আর্মির সঙ্গে ড্র ডায়মন্ড হারবারের

ডায়মন্ড হারবার ১ আর্মি রেড ১ (সেনা রালতে) (লিটন)

Must read

প্রতিবেদন : প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট করল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। বুধবার বিধাননগর পুরসভার মাঠে আর্মি রেডের (Army Red- DHFC) সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র করল কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন ডায়মন্ড হারবার।
এদিন নিজেদের ঠিকমতো মেলে ধরতে পারেননি কিবুর ছেলেরা। বরং সেনা দলটি শারীরিক শক্তিতে এবং কৌশলগতভাবে অনেক এগিয়ে থেকে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে সেনা রালতের একটি বিশ্বমানের গোলে ম্যাচ থেকে এক পয়েন্ট আদায় করে নেয় ডায়মন্ড হারবার। দুই ম্যাচে চার পয়েন্ট দলের।

খেলার প্রথমার্ধে অবশ্য তুল্যমূল্য লড়াই হয়। যদিও আর্মি সহজ সুযোগ পেয়ে গিয়েছিল। তবে ডায়মন্ড হারবারের (Army Red- DHFC) গোলকিপার সুস্নাত মালিকের অনবদ্য গোলকিপিং দলকে বিপন্মুক্ত করে। প্রথমার্ধে অন্তত তিনটি ক্ষেত্রে নিশ্চিত গোল বাঁচান সুস্নাত। ডায়মন্ড হারবারও গোলের সুযোগ তৈরি করে। তবে তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে দাপট দেখায় আর্মি রেড। একের পর এক আক্রমণে ডায়মন্ড হারবারের রক্ষণকে চাপে রাখেন সুরেশ, প্রদীপ, লিটন শীলরা। কিন্তু এদিন বারবার দলের পতন রোধ করেন কিবুর দলের গোলকিপার সুস্নাত।

আরও পড়ুন- নতুন ক্লাবের জার্সিতে সেরাটাই দেব : মেসি

ডায়মন্ড হারবারের ফুটবলাররা বড্ড বেশি মিস পাস করেন। বলের দখল নিয়েও বিপক্ষের পায়ে জমা করে দেন অভিষেক দাস, সলমনরা। ফলে আক্রমণ সেভাবে দানা বাঁধেনি। ৬৫ মিনিটে গোলের লকগেট খুলেই ফেলে আর্মি দলটি। ডায়মন্ড হারবার রক্ষণের ভুলে গোল করে যান লিটন। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেনা দলটি। ৭০ মিনিটেই গোল শোধ করে দেয় ডায়মন্ড হারবার। খেলার গতির বিরুদ্ধে একটি ফ্রি-কিক পায় ডায়মন্ড হারবার। বিপক্ষ গোলকিপারকে বিভ্রান্ত করার কৌশল নিয়ে দুরন্ত ফ্রি-কিকে বল জালে জড়িয়ে দেন সেনা রালতে। এই গোলের সুবাদেই কঠিন ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ডায়মন্ড হারবার। আর অনবদ্য এই গোলের জন্যই ম্যাচের সেরার পুরস্কার পান রালতে।
ম্যাচের পর ডায়মন্ড হারবারের কোচ কিবু বলেছেন, ‘‘কঠিন ম্যাচ ছিল আমাদের জন্য। গত মরশুমেও আর্মি রেডের বিরুদ্ধে আমরা জিততে পারিনি। তবে ছেলেরা লড়াই করেছে। এক পয়েন্ট পাওয়ায় স্বস্তি পেয়েছি। সবে লিগ শুরু হয়েছে। দ্রুত ভুলত্রুটি শুধরে নিতে হবে।’’

Latest article