চার গোলে জয় ডায়মন্ড হারবারের

ডায়মন্ড হারবার ৪ এফসিআই ০ (রাহুল ২, হিমাংশু, অয়ন)

Must read

প্রতিবেদন : আর্মি রেডের বিরুদ্ধে পয়েন্ট হারানোর হতাশা ভুলে শনিবার মাঠে নেমেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি (DHFC-FCI)। এফসিআই-কে ৪-০ গোলে হারিয়ে কলকাতা প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় তুলে নিল ডায়মন্ড হারবার। তিন ম্যাচে ৭ পয়েন্ট ঘরে তুলল কিবু ভিকুনার দল।
শনিবার বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে আধিপত্য রেখেই জিতল ডায়মন্ড হারবার। ম্যাচের দুই অর্ধে দু’টি করে গোল হল। বারবার এফসিআই রক্ষণে হানা দিয়েও শুরুতে গোলের রাস্তা খুঁজে পাচ্ছিল না কিবুর দল। ২৮ মিনিটে গোলের লকগেট খুলে ফেলে ডায়মন্ড হারবার (DHFC-FCI)। হিমাংশু প্যাটেলের গোলে এগিয়ে যায় তারা। নিখুঁত ফিনিশিং মহারাষ্ট্র থেকে আসা এই তরুণ ফুটবলারের। গোল পেয়ে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় ডায়মন্ড হারবার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দল। এবার গোলের খাতায় নাম লেখান রাহুল পাসোয়ান। জেরেমিকে বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় ডায়মন্ড হারবার। পেনাল্টি থেকে গোল করেন রাহুল।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলে এফসিআই রক্ষণে আরও চাপ বাড়ায় ডায়মন্ড হারবার। ৫৯ মিনিটে তৃতীয় গোল তুলে নেয় কিবুর দল। ফের গোল করেন রাহুল। ০-৩ ব্যবধানে পিছিয়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করলেও ডায়মন্ড হারবার রক্ষণে ফাটল ধরাতে পারেনি এফসিআই। বরং বেশির ভাগ সময়ই ডায়মন্ড হারবারের একের পর এক আক্রমণ সামাল দিতে ব্যস্ত থাকতে হয় এফসিআই রক্ষণের ফুটবলারদের। ম্যাচের ৮১ মিনিটে চতুর্থ গোল করে ডায়মন্ড হারবার। কর্নার থেকে হেডে গোল করেন অয়ন মণ্ডল। শেষ পর্যন্ত চার গোলে জিতেই মাঠ ছাড়ে ডায়মন্ড হারবার। গোটা ম্যাচে ভাল খেলে ম্যাচের সেরা হন হিমাংশু।
জয়ে ফিরতে পেরে খুশি ডায়মন্ড হারবার শিবির। ক্লাব সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, ‘‘এদিন কোচ প্রথম একাদশে সৌরভ, জেরেমিকে ব্যবহার করেন। হিমাংশুও খুব ভাল খেলে। দলগত পারফরম্যান্সেরই ফসল এই জয়। সবারই অবদান রয়েছে। আমাদের রিজার্ভ বেঞ্চ যে ভাল সেটা এই ম্যাচে প্রমাণিত। দল আরও উন্নতি করবে।’’

আরও পড়ুন-মোহনবাগানরত্ন গৌতম

Latest article