‘দিদির দূত’ গ্রামে

এই মন্তব্য বারাসতের চিকিৎসক সাংসদ তথা বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি কাকলি ঘোষদস্তিদারের।

Must read

সংবাদদাতা, বনগাঁ : ‘‘শুভেন্দু যেসব কথা বলছে তাতে বোঝা যাচ্ছে বিজেপিতে গিয়ে তার দুর্বৃত্তায়ন হয়েছে। বিজেপিতে গেলেই এমন হচ্ছে।’’ এই মন্তব্য বারাসতের চিকিৎসক সাংসদ তথা বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি কাকলি ঘোষদস্তিদারের। মঙ্গলবার মধ্যমগ্রামের দলের জেলা কার্যালয়ে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠকে এই কথা বলেন তিনি।

আরও পড়ুন-আয়কর হানার পর বিজেপির তহবিলে ১০ কোটি দান!

অধীর চৌধুরির ভারত জোড়ো কর্মসূচি প্রসঙ্গে সাংসদ বলেন, ‘‘কংগ্রেস কোমায় চলে গেছে তাই কংগ্রেসকে করুণা করা দরকার।’’ দিদির দূত কর্মসূচি প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ‘‘১১ জানুয়ারি থেকে গ্রামে গ্রামে ঘুরবে দিদির দূত। ৬০ দিন ধরে চলবে এই কর্মসূচি। বারাসত সংগঠনিক জেলায় ৩৩টি অঞ্চল, ৪ পুরসভা ও একটি পুরনিগম রয়েছে। এই সব অঞ্চল ও পুরসভাগুলোতে ১০ দিন রাত্রি যাপন করবেন দিদির দূতরা। এর জন্য ১৫০ জন কর্মী নিয়োজিত করা হবে। প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে কারও যদি মুখ্যমন্ত্রীকে কিছু জানাতে হয় সেটাও করা যাবে।’’

Latest article