শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সিদ্ধার্থনগর জেলায় দুই পুলিশ কর্মী এক প্রতিবন্ধী ব্যক্তিকে (differently able) মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, দুই পুলিশ লাঠি দিয়ে লোকটিকে পিটিয়ে মারছে ও রাস্তায় জনসমক্ষে ধাক্কা দিচ্ছে। ঘটনাটি ২২শে সেপ্টেম্বর ঘটে যখন লোকটি ফল বিক্রেতার সাথে তর্ক করছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-প্রয়াত ‘অমর আকবর অ্যান্টনির’ চিত্রনাট্যকার প্রয়াগ রাজ
ভিডিওতে থাকা ব্যক্তি সাদ্দাম জানিয়েছেন, দাম নিয়ে এক ফল বিক্রেতার সঙ্গে তার তর্কাতর্কি চলছিল। সেই সময় হঠাৎ দুজন পুলিশ তাকে মারতে শুরু করে। সাদ্দাম বলেন, তাকে মারধর করার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং লকআপে রাখা হয়। পরদিন সকালে তিনি জামিনে মুক্তি পান।
আরও পড়ুন-পাসপোর্ট দেখিয়ে বিরোধী দলনেতার দাবিকে এক্সে কটাক্ষ দেবাংশুর
অপরদিকে ডুমারিয়াগঞ্জ থানার সার্কেল অফিসার জানান, শুক্রবার সাদ্দামের সঙ্গে ফল বিক্রেতার ঝগড়া হয় এবং দুই হোমগার্ড বিরোধ মেটাতে গিয়েছিলেন বলে তারা খবর পেয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় সাদ্দাম বাইকে বসা হোমগার্ডদের ওপর হামলা চালায়। এরপর ডুমারিয়াগঞ্জ স্টেশনের হেড কনস্টেবল ঘটনাস্থলে এসে সাদ্দামকে মারধর শুরু করেন। এ বিষয়ে তদন্তে দুই কর্মীকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান ডুমারিয়াগঞ্জ কর্মকর্তা।