নিউইয়র্ক: ইন্ডিয়ান ওয়েলস ওপেনেও নোভাক জকোভিচের (Novak Djokovic) খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। মঙ্গলবার টুর্নামেন্টের ড্র হয়ে গিয়েছে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের তালিকায় নাম রয়েছে ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী বিশ্বের দু’নম্বর টেনিস তারকার। তবু আমেরিকায় জোকারের প্রবেশ নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন।
ইন্ডিয়ান ওয়েলসের আয়োজকদের তরফে এদিন ট্যুইটারে লেখা হয়, ‘‘নোভাক জকোভিচের (Novak Djokovic) নাম রাখা হয়েছে টুর্নামেন্টের এন্ট্রি লিস্টে। আমরা এখন নোভাকের টিমের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে, নোভাক টুর্নামেন্টে অংশ নিতে পারবে। কারণ, ওকে আমেরিকায় প্রবেশের জন্য অনুমোদন নিতে হবে সিডিসি বিভাগ থেকে।’’
আরও পড়ুন-ওয়ার্নকে শেষবিদায় ৩০ মার্চ, শ্রদ্ধা জানাতে ভক্তদের ঢল এমসিজিতে
আমেরিকায় সিডিসি-র (রোগ প্রতিরোধ সংক্রান্ত বিভাগ) ওয়েবসাইটে স্পষ্ট জানানো হয়েছে, ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র দেখিয়েই আমেরিকায় প্রবেশের অনুমতি নিতে হবে জকোভিচকে। তাই ইন্ডিয়ান ওয়েলসে সার্বিয়ান সুপারস্টারের খেলা নিয়ে সংশয় থাকছেই। জকোভিচ অবশ্য আগেই জানিয়েছেন, ভ্যাকসিন তিনি নেবেন না। প্রয়োজনে ট্রফি হাতছাড়া করতেও রাজি।