ওয়ার্নকে শেষবিদায় ৩০ মার্চ, শ্রদ্ধা জানাতে ভক্তদের ঢল এমসিজিতে

Must read

মেলবোর্ন : এমসিজির সঙ্গে তাঁর কয়েক দশকের সম্পর্ক। এটাই ছিল তাঁর হোম গ্রাউন্ড। ১৯৯৪-এর অ্যাসেজে এখানে তাঁর হ্যাটট্রিক রয়েছে। ২০০৬-এর বক্সিং ডে টেস্টে এই মাঠে ৭০০ টেস্ট উইকেট নিয়েছিলেন। আর সেই মেলবোর্ন ক্রিকেট মাঠেই ৩০ মার্চ পাবলিক ফেয়ারওয়েল হবে শ্যেন ওয়ার্নের (Shane Warne)। রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য হবে জাদুকর স্পিনারের। তার আগে ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হবে প্রাইভেট ফিউনারেলের।

ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বুধবার বলেছেন, কিংবদন্তি অস্ট্রেলীয় ক্রিকেটারকে ভক্তরা যাতে শ্রদ্ধা জানাতে পারেন, তাই তাঁর প্রিয় মাঠ এমসিজিকে মেমোরিয়াল সার্ভিসের জন্য বেছে নেওয়া হয়েছে। এর থেকে সেরা জায়গা আর নেই। সবাই যাতে বসে অনুষ্ঠান দেখতে পারেন, তারজন্য টিকিটের ব্যবস্থা থাকছে। এর আগে এমসিজির সাদার্ন স্ট্যান্ড এস কে ওয়ার্ন স্ট্যান্ড নামে করে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে ভক্তদের জন্য দর্শনীয় স্থান হয়ে উঠেছে এমসিজি। ফুল ও ওয়ার্নের প্রিয় বিয়ারের ক্যান নিয়ে ভক্তরা আসছেন তাঁর মূর্তিকে শ্রদ্ধা জানাতে। গত শুক্রবার থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটাতে গিয়ে মৃত্যু হয়েছে ৫২ বছর বয়সি ওয়ার্নের।

আরও পড়ুন-ফের নিউজিল্যান্ড, ঝুলন বলছেন আলাদা ম্যাচ

মেলবোর্নে ৩০ মার্চ এক লাখ মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। ক্রিকেটার, বন্ধু, আত্মীয়স্বজন, সেলিব্রিটি মিলিয়ে ওয়ার্নের (Shane Warne) বহু কাছের মানুষ সেদিন মেলবোর্নে থাকবেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, ওয়ার্নের ময়না তদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু নেই। ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের দুঃস্বপ্ন যেন কিছুতেই কাটছে না! ছেলে-মেয়েরা এক খোলা চিঠিতে জানিয়েছেন, সেরা বাবা ছিলেন ওয়ার্ন। আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন স্ত্রী সিমোনও।

এড শিরান, রিকি মার্টিনের মতো ভূবনখ্যাত গাইয়েরা ছিলেন ওয়ার্নের কাছের বন্ধু। এঁরা মেলবোর্নে থাকতে পারেন। আরেক গায়ক এলটন জন বর্তমানে আমেরিকা ও কানাডা সফরে রয়েছেন। এলটন ইতিমধ্যেই একটি শো ওয়ার্নকে উৎসর্গ করেছেন। ৩০ মার্চ ওয়ার্নকে নিয়ে স্মৃতিকাতর হবে তাঁর শহর।

Latest article