নয়াদিল্লি : নিয়ম–বহির্ভূতভাবে সংসদের জিরো আওয়ারে তোলা হল রাজ্যের ইস্যু৷ আর চেয়ারে থেকেও এই বেআইনি কাজে মদত দিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান৷ শুক্রবার রাজ্যসভায় সংসদীয় নিয়ম অগ্রাহ্য করে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের তোলা রামপুরহাট প্রসঙ্গ এবং পরিকল্পিত নাটকের কড়া প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)৷ পূর্বপরিকল্পিত চিত্রনাট্য অনুযায়ী বিজেপি সাংসদের নাটক এবং একইসঙ্গে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংয়ের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জানান দলের সাংসদ দোলা সেন৷
আরও পড়ুন – মোদির অস্ত্র ইডি, সিবিআই : শত্রুঘ্ন সিনহা
শুক্রবার রাজ্যসভার জিরো আওয়ারে নিয়ম ভেঙে রামপুরহাটের ঘটনা তুলে কান্নার ‘অভিনয়’ করতে দেখা যায় বিজেপি সাংসদ রূপাকে৷ তাঁর বক্তব্যের তীব্র বিরোধিতা করে ওয়েলে নেমে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)৷ রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন সংসদের নিয়ম উল্লেখ করে জানান, জিরো আওয়ারে এভাবে রাজ্যের বিষয় তোলার অনুমতি দেওয়া যায় না৷ এই কাজ বেআইনি৷ তারপরেও দেখা যায়, বিজেপি সাংসদকে বলার অবাধ সুযোগ করে দিচ্ছেন ডেপুটি চেয়ারম্যান৷ বাংলার সরকারকে কালিমালিপ্ত করার এই প্রয়াসের তুমুল প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন তৃণমূল সাংসদরা৷ তৃণমূলের বিক্ষোভের জেরেই মিনিট পনেরোর মতো সভা মুলতুবি করে দিতে বাধ্য হন ডেপুটি চেয়ারম্যান৷
আরও পড়ুন – মোদির অস্ত্র ইডি, সিবিআই : শত্রুঘ্ন সিনহা
পরে এই ঘটনার তীব্র নিন্দা করে এক ভিডিও বার্তায় তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতো আচরণ করছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান৷ তিনি কার্যত বিজেপি কর্মীর ভূমিকা নিচ্ছেন৷ এদিন রাজ্যসভায় কান্নাকাটির নাটক করেছেন রূপা গঙ্গোপাধ্যায়৷ আমরা জানি, উনি খুব বড় মাপের অভিনেত্রী৷ সব জেনে–বুঝে জিরো আওয়ারে রাজ্যের বিষয় তোলা হয়েছে৷ আমরা সবাই জানি, জিরো আওয়ার হল জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য৷ সেখানে নিয়ম ভেঙে, পরিকল্পনা করে রাজ্যের ঘটনা বলার সুযোগ করে দেওয়া হয়েছে৷ অথচ রামপুরহাটের ঘটনা এই মুহূর্তে বিচারাধীন বিষয়৷ হাইকোর্ট সিবিআই তদন্তের ঘোষণা করেছে৷ তারপরেও সংসদে এরকম বেআইনি কাজ করার তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস৷