দুয়ারে সরকারে ভ্রাম্যমাণ শিবিরে পরিষেবা

ভ্রাম্যমাণ শিবিরে মিলবে পরিষেবা।

Must read

সংবাদদাতা, মালদহ : ভ্রাম্যমাণ শিবিরে মিলবে পরিষেবা। মালদহে এই মর্মে ঘুরবে একটি ট্যাবলোও। দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধন করেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া এই দিন একটি ট্যাবলোও বের করা হয়। ট্যাবলোটির মাধ্যমেই শুভ উদ্বোধন হয় সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পের।

আরও পড়ুন-সুনীল আকাশ

জানা গেছে ১লা সেপ্টেম্বর থেকে ১৬ তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন ব্লক পরিক্রমা করবে উক্ত ট্যাবলো। উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী-সহ আরও অন্যান্য অধিকারিকরা। এদিন জেলায় দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, এবারে দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে রাজ্য সরকারের নতুন ৪টি প্রকল্পের সুবিধা। জেলাশাসক জানিয়েছেন, জেলা জুড়ে ৩৫৪১টি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক এছাড়াও ভ্রাম্যমাণ শিবিরেরও ব্যবস্থা থাকবে।

Latest article