দেশের সেরা স্মার্ট সিটি হল নিউটাউন

ফের বাংলার মুকুটে নতুন পালক।

Must read

প্রতিবেদন : ফের বাংলার মুকুটে নতুন পালক। পরিবেশ এবং প্রকৃতিবান্ধব নতুন শহর গড়ার ক্ষেত্রে সব রাজ্যকে টেক্কা দিয়ে পুরস্কৃত হতে চলেছে বাংলা। গেরুয়া শিবিরের শত কুৎসা, অপপ্রচার সত্ত্বেও উন্নয়নমূলক কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একের পর এক পুরস্কার জিতে নিচ্ছে। আর সেই পুরস্কার দিচ্ছে খোদ মোদি সরকার। চতুর্থ স্মার্ট সিটি পুরস্কার ২০২২ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর সেখানেই নাম উঠে এসেছে বাংলা তথা কলকাতার নিউটাউনের।

আরও পড়ুন-দুয়ারে সরকারে ভ্রাম্যমাণ শিবিরে পরিষেবা

আগামী ২৭ সেপ্টেম্বর ইন্দোরে ‘ইন্ডিয়া স্মার্ট সিটিজ আওয়ার্ড’ তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্মার্ট সিটি প্রকল্পে যেভাবে গত কয়েক বছরে নিউটাউনে ব্যাপক সবুজায়ন হয়েছে এবং পরিবেশ রক্ষার জন্য একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, সে-কারণেই বিল্ট এনভায়রনমেন্ট ক্যাটেগরিতে দেশের সমস্ত স্মার্ট সিটির মধ্যে প্রথম পুরস্কার ছিনিয়ে নিতে চলেছে বাংলার নিউটাউন। তবে শুধু একটি নয়, বাংলার ঝুলিতে রয়েছে আরও একটি পুরস্কার। মবিলিটি ক্যাটাগরিতেও দেশের সমস্ত স্মার্ট সিটির মধ্যে সেরা নিউটাউন। দূষণ কমে এমন যান চলাচলে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে গোটা দেশের পথপ্রদর্শক হিসেবে নিউটাউনকে বেছে নিয়েছে কেন্দ্রের মোদি সরকার।

আরও পড়ুন-সুনীল আকাশ

এখানে পাবলিক বাইসাইকেল শেয়ারিং ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া এখান থেকে শুরু করে সাইকেলের জন্য পৃথক লেন বিশেষভাবে নজর কেড়েছে। ২০১৫ সালের ২৫ জুন ভারতে স্মার্ট সিটি মিশন চালু করে মোদি সরকার। আর তাতেই জয়জয়কার বাংলার। ১০০টিরও বেশি স্মার্ট শহরের ২ হাজার প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Latest article