পাহাড়-সমতলে সাড়া জাগিয়ে শুরু দুয়ারে সরকার

মৌসুনি দ্বীপে নৌকাতেও

Must read

সংবাদদাতা, মৌসুনি : শুরু হল ষষ্ঠ দুয়ারে সরকার (Duare sarkar) শিবির, শনিবার। এই পর্যায়ে দক্ষিণ ২৪ পরগনায় স্থায়ী ও ভ্রাম্যমাণ মিলিয়ে ৯৮৭৭টি শিবির হবে। সুন্দরবনের জন্য এবারও নৌকোয় শিবিরের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। সুন্দরবনের অধীন জেলার ১৩টি ব্লকে ২৬৫টি শিবির হবে। আজ নামখানার বিছিন্ন দ্বীপ মৌসুনিতে দুয়ারে সরকারের মূল অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক সুমিত গুপ্ত। এ-ছাড়া নদীপথে ভ্রাম্যমাণ নৌকোতে শিবিরের উদ্বোধনও করেন জেলাশাসক। এবারের দুয়ারে সরকারের (Duare sarkar) শিবিরে মোট ৩৩টি সরকারি পরিষেবার সহায়তা মিলবে। এবারের শিবিরে নতুন সংযোজন করা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বাংলা কৃষি সেচ যোজনা, মেধাশ্রী ও বিধবা পেনশন। এই পর্যায়ে শিবিরের জন্য জেলা, মহকুমা, ব্লক ও পুরসভার অধীন কন্ট্রোল রুম খোলা হবে। জেলার ৬৯৫৪টি পোলিং বুথে শিবির করবে জেলা প্রশাসন। এবারের শিবিরের ব্যাপকতা অন্যবারের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুন- মেয়ো রোডে উল্টে গেলো যাত্রীবোঝাই বাস, আহত একাধিক

Latest article