১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে শিবির

চলতি মাসেই ফের দুয়ারে সরকার

Must read

প্রতিবেদন : চলতি বছরের শেষ দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগের মতোই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। আগামী বছরেই লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকারের শিবির। মুখ্যসচিব জানান, লোকসভা ভোটের আগেই এখনও যেসব প্রকল্পের কাজ শেষ হয়নি তা সেরে ফেলতে হবে অবিলম্বে।

বৃহস্পতিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন, দুয়ারে সরকার হওয়ার আগেই এখনও পর্যন্ত যা যা কাজ বাকি রয়েছে সেইসব কাজের টেন্ডার করে জমা দিতে হবে। কেন্দ্রীয় প্রকল্পের কোনও কাজ ফেলে রাখা যাবে না। পঞ্চদশ অর্থ কমিশনের অনেক টাকা এখনও পর্যন্ত খরচ করা হয়নি বিভিন্ন জেলায়। সেই টাকা অবিলম্বে খরচ করতে হবে বলে নির্দেশ দেন তিনি। তার জন্য ১৫ ডিসেম্বরের মধ্যেই সব টেন্ডার করে দিতে হবে। কোনও টাকা ফেলে রাখা না।

রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর দুয়ারে সরকার (Duare Sarkar) চালু করে। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে শিবির করে পরিষেবা পৌঁছে দেওয়া হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। এবারের শিবির চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। রবিবার এবং ছুটির দিনে বন্ধ থাকবে এই শিবির। ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার শিবিরে আবেদনপত্র জমা দিতে পারবেন রাজ্যবাসী। এইবার দুয়ারে সরকার শিবিরে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার সুবিধা যুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন- বন্ধ বিএড বিশ্ববিদ্যালয়, আইনি পরামর্শ নিচ্ছে শিক্ষা দফতর

Latest article