পাহাড়কে নিয়ে নতুন গান লিখলেন দূর্বা

গানটি শোনা যাবে উজ্জয়িনী মুখোপাধ্যায়ের কণ্ঠে। দূর্বার লেখা গানটি হাজারো মেয়ের মনের কথা বলে। তুলে ধরে তাঁদের বেদনা।

Must read

প্রতিবেদন : ‘‘অনেক কথা না বলাই থেকে যায়। হাজার চেয়েও ছোঁয়া যায় না তাকে… ধূসর পাহাড় কুয়াশার চাদর মাখে।’’ পাহাড়ের কোণে বিষণ্ণতার ছবি এভাবেই ধরা দিল গানে। মনখারাপের মেঘ ঝরে পড়ল দুর্বার কলমে। দূর্বা সেন বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা গানই পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’য়। গানটি শোনা যাবে উজ্জয়িনী মুখোপাধ্যায়ের কণ্ঠে। দূর্বার লেখা গানটি হাজারো মেয়ের মনের কথা বলে। তুলে ধরে তাঁদের বেদনা। ভাঙা প্রেমের যন্ত্রণা। ইতিহাস নিয়ে লেখাপড়া দূর্বার।

আরও পড়ুন-কর্মনাশা বন্‌ধকে উপেক্ষা শহরের

চাকরি করেন নির্মাণ সংস্থায়। তাঁর ভাললাগা এবং নেশা বিচিত্র। কবিতা বা গল্প নয়, গানের ভাষায় খুঁজে পান জীবনের ছন্দ। একটু একটু করে তাই এগিয়ে চলেছেন। ইন্ডাস্ট্রিতে মহিলা গীতিকার প্রায় নেই। দূর্বা গীতিকার হিসাবে টলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার লড়াই করছেন। ইতিমধ্যেই তাঁর লেখা অনেকগুলি গানের অ্যালবাম মুক্তি পেয়েছে। গান লিখেছেন ‘শ্রাবণের ধারা’ নামে একটি বাংলা ছবিতেও। দূর্বা বলেন, ‘‘শ্রাবণের ধারা ছবিটির গান শুনেই রাজর্ষি তাঁর ছবিতে আমাকে গান লেখার কথা বলেন। আশা করি এভাবেই নিজের লক্ষ্যে পৌঁছে যাব।’’

সম্প্রতি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিটির মিউজিক রিলিজ হয়েছে। ছবিতে রয়েছে মোট চারটি গান। তার মধ্যে দুটি রবীন্দ্রসংগীত। গেয়েছেন রূপঙ্কর বাগচী, অনুপম রায়, জয়তী চক্রবর্তী এবং উজ্জয়িনী। আজ মঙ্গলবার দূর্বার লেখা পাহাড়ের গান মুক্তি পাবে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ছবিটি মুক্তি পাবে পয়লা এপ্রিল।

Latest article