শহরে কুয়াদ্রাত, আজ ফের মাঠে ইস্টবেঙ্গল

রবিবার গভীর রাতে শহরে এলেও সোমবার অনুশীলনে সম্ভবত থাকছেন না কুয়াদ্রাত। মঙ্গলবার থেকেই সিনিয়র দল নিয়ে মাঠে নামতে চান তিনি

Must read

প্রতিবেদন : অবশেষে শহরে পা রাখলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। রবিবার গভীর রাতে শহরে পৌঁছন লাল-হলুদের নতুন কোচ। সঙ্গে এলেন তাঁর দুই সহকারীও। ভিসা জটে কলকাতায় আসতে দেরি হলেও স্পেনে বসেই ইস্টবেঙ্গলের প্রি-সিজন ট্রেনিংয়ের রূপরেখা তৈরি করে দিয়েছিলেন কুয়াদ্রাত। তাঁর নির্দেশিকা মেনেই যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করছেন প্রভসুখন সিং গিল, হরমনজ্যোত খাবরা, নন্দকুমার। তাঁদের অনুশীলন করাচ্ছেন বিনো জর্জ।

আরও পড়ুন-উঁচু জাতকে ছুঁয়ে দেওয়ায় দলিতের মুখে মল, মণিপুর থেকে মধ্যপ্রদেশ, বিজেপি রাজ্যে দিকে দিকে হয়ে চলেছে দলিত নির্যাতন

রবিবার গভীর রাতে শহরে এলেও সোমবার অনুশীলনে সম্ভবত থাকছেন না কুয়াদ্রাত। মঙ্গলবার থেকেই সিনিয়র দল নিয়ে মাঠে নামতে চান তিনি। কুয়াদ্রাতের শহরে আসার দিন অবশ্য কলকাতা লিগে নতুন পরীক্ষায় নামছে বিনোর ইস্টবেঙ্গল। সোমবার ঘরোয়া লিগে লাল-হলুদের প্রতিপক্ষ বিএসএস স্পোর্টিং। ম্যাচটা ইস্টবেঙ্গল মাঠে হওয়ার কথা থাকলেও ডুরান্ডের জন্য মাঠ পরিদর্শনের কারণে তা সরানো হয় নৈহাটি স্টেডিয়ামে।

আরও পড়ুন-আম্বেদকর নয়, থাকবে গান্ধীর ছবি: হাইকোর্ট

প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লাল-হলুদের জুনিয়র ব্রিগেড। জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে দল। শেষ ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে সৌভিক চক্রবর্তী-সহ সিনিয়র দলের পাঁচ ফুটবলারকে খেলিয়েছিল ইস্টবেঙ্গল। বিএসএস-এর বিরুদ্ধেও সৌভিক, রাকিপদের নিয়ে নামতে চায় দল।

আরও পড়ুন-পুজোয় হকারদের জন্য বিশেষ ঋণ প্রকল্প সরকারের

বিএসএস লিগে ভাল শুরু করেনি। তিন ম্যাচে একটি ড্র এবং দু’টিতে হার। কিন্তু দীপেন্দু দুয়ারি, সুরজিৎ শীলদের মতো ময়দানের অভিজ্ঞ কিছু মুখ রয়েছে দলে। ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে আনতে মরিয়া বেহালার দলটি।

Latest article