পুজোয় হকারদের জন্য বিশেষ ঋণ প্রকল্প সরকারের

এই ঋণ পেতে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় মোট ৭৫,২৭২টি আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে নবান্ন-সূত্রে।

Must read

প্রতিবেদন : আসন্ন উৎসবের মরশুমে ক্ষুদ্র ব্যবসায়ী তথা হকারদের ব্যবসার মূলধনের জোগান বাড়াতে বিশেষ ঋণ-প্রকল্প নিয়ে আসা হয়েছে। তাঁদের ব্যবসা বাড়ানোর সুযোগ করে দিতে তিন দফায় মোট ৮০ হাজার টাকা ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার। জানা গিয়েছে, রাজ্যের সমস্ত পুরসভা এলাকার হকাররা এই সুযোগ পাবেন। এই প্রকল্পে প্রথম দফায় হকারদের দেওয়া হবে ১০ হাজার টাকা। সেই টাকা শোধ করলে দ্বিতীয় দফায় ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

আরও পড়ুন-হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা

যা আগামী এক বছরের মধ্যে শোধ করা যাবে। শর্ত মেনে টাকা শোধ করলে পরবর্তী পর্যায়ে তাঁরা আরও ৫০ হাজার টাকা ঋণ পেতে পারবেন। নির্ধারিত সুদের হারের উপর ৭ শতাংশ ছাড় দেবে রাজ্য সরকার। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকেই ঋণ দেওয়া হচ্ছে। বেসরকারি ব্যাঙ্কও যাতে ঋণ দেয়, তার জন্য সরকারি স্তরে আলোচনা চালানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বিভিন্ন পুরসভার মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। ঋণ নেওয়ার জন্য তাঁরা সংশ্লিষ্ট পুরসভায় গিয়ে আবেদন করতে পারবেন। নবান্ন-সূত্রে আরও খবর, গ্রামীণ এলাকার কোনও বাসিন্দা পুর-এলাকায় হকারি করলে তিনিও এই সুবিধা পাবেন।

আরও পড়ুন-কুয়োয় পড়ে গেল ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে এনডিআরএফ

এই ঋণ পেতে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় মোট ৭৫,২৭২টি আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে নবান্ন-সূত্রে। এর মধ্যে ৪৬,৫৬৯টি আবেদন অনুমোদিত হয়ে গিয়েছে। ৩৫,৩৩৮ জন হকার ইতিমধ্যে ঋণ পেয়েও গিয়েছেন। বিভিন্ন ব্যাঙ্ক থেকে এই খাতে এখনও পর্যন্ত দেওয়া ঋণের পরিমাণ মোট ৩৯ কোটি ৩১ লাখ টাকা। ইতিমধ্যে ব্যাঙ্ক ৫২ কোটি ৪৭ লাখ টাকার ঋণ অনুমোদন করেছে।

Latest article