আম্বেদকর নয়, থাকবে গান্ধীর ছবি: হাইকোর্ট

সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকরেরই ঠাঁই হচ্ছে না আদালতে। যদিও তাঁর নেতৃত্বে তৈরি আইনই আজ দেশের আইন ব্যবস্থার ভিত্তি।

Must read

প্রতিবেদন: সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকরেরই ঠাঁই হচ্ছে না আদালতে। যদিও তাঁর নেতৃত্বে তৈরি আইনই আজ দেশের আইন ব্যবস্থার ভিত্তি। অথচ সেই বি আর আম্বেদকরের ছবিই নাকি লাগানো যাবে না তামিলনাড়ু ও পুদুচেরির আদালত চত্বরে। আদালত চত্বরে থাকবে শুধু জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি।

আরও পড়ুন-গণদেবতার লেখক তারাশঙ্কর

এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি সব নিম্ন আদালতকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কোনও বার অ্যাসোসিয়েশন যদি আদালত চত্বরে আম্বেদকর বা অন্য কোনও রাজনৈতিক নেতার ছবি লাগাতে চায়, তাহলে তাদের অনুমতি দেওয়া যাবে না। আদালত চত্বরে শুধু মহাত্মা গান্ধী এবং বিখ্যাত তামিল কবি থিরুভাল্লুভারের ছবি লাগানো যাবে। প্রশ্ন হল, হঠাৎই মাদ্রাজ হাইকোর্ট এ ধরনের সিদ্ধান্ত নিল কেন? আদালত সূত্রে খবর, এর আগে বহুবার রাজনৈতিক ব্যক্তিত্বদের মূর্তি ভাঙচুর হচ্ছে। ভাঙচুরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এমনকী, ভিন্ন মতে বিশ্বাসী আইনজীবীরাও মূর্তি বসানো বা ছবি লাগানোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়েছেন। এ ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত।

Latest article