আনোয়ারে স্বস্তি ইস্টবেঙ্গলের, কোচকে কৃতিত্ব দিচ্ছেন দিমি

Must read

প্রতিবেদন : দীর্ঘ অপেক্ষার পর এবারের আইএসএলে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। একইসঙ্গে পরপর দুই ম্যাচে কোনও গোল না খেয়ে ক্লিনশিট রেখেছে দল। নর্থইস্ট ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যে আরও বড় স্বস্তি ইস্টবেঙ্গলের জন্য। ফিফার নতুন নির্দেশিকা অনুযায়ী সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি (পিএসসি) আনোয়ার আলিকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।
ফুটবলারদের ট্রান্সফার ও স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ের নিয়মে পরিবর্তন আনতে চলেছে ফিফা। তাই সারা বিশ্বে চলা খেলোয়াড়দের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় মামলা ও সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফলে আনোয়ারকে নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় ফেডারেশনের পক্ষে।

আরও পড়ুন- হরমনপ্রীতের নজরে এবার অধরা বিশ্বকাপ

আনোয়ার ইস্যু ও দলের জয়ে ফেরার জোড়া স্বস্তির মধ্যে নতুন কোচ অস্কার ব্রুজোর কৃতিত্বও ভুলছেন না ফুটবলাররা। টিমের মধ্যে বোঝাপড়া বেড়েছে। ফলে দলগতভাবে অনেক ভাল ফুটবল খেলতে পারছে ইস্টবেঙ্গল। ম্যাচের একমাত্র গোলদাতা দিমিত্রিয়স বলেছেন, ‘‘নতুন কোচ আসায় আমাদের কিছু জিনিস বদলাতে হয়েছে। সেগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ায় উপকারই হয়েছে আমাদের। নিজেদের গোল অক্ষত রাখা যে জরুরি, সেটার উপর জোর দেন কোচ। দলের ছেলেদের যে সমস্যাগুলো ছিল, সেগুলোও মেটান। এই কাজগুলো করেই দলকে এই জায়গায় নিয়ে এসেছেন কোচ।’’
দিমি আরও বলেন, ‘‘মহামেডান ম্যাচের মতো একসঙ্গে আমরা সবাই ডিফেন্স করেছি বলেই প্রতিপক্ষের কাজটা কঠিন হয়ে যায়। দলের জন্য আমাদের সব ম্যাচেই এরকম লড়াই করতে হবে।’’ দলের সেরা ফরোয়ার্ডের এই কথায় মুগ্ধ কোচ অস্কার। তিনি বলেন, ‘‘দিমির মতো স্ট্রাইকার যখন বলছে গোল না খাওয়া, একসঙ্গে রক্ষণ সামলানোর কথা, তখন বুঝতে হবে দলের মানসিকতায় বড়সড় একটা পরিবর্তন আসতে শুরু করেছে। এই ম্যাচে তারই প্রতিফলন দেখা গিয়েছে।’’

Latest article