নয়াদিল্লি, ৩০ নভেম্বর : তাঁর ট্রফি ক্যাবিনেটে রয়েছে দু-দু’টি অলিম্পিক পদক। যদিও হকি অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) এতেই থেমে থাকতে রাজি নন। বরং তাঁর পাখির চোখ ২০২৬ বিশ্বকাপ। প্রসঙ্গত, পরের হকি বিশ্বকাপ হবে ২০২৬ সালে।
হকি বিশ্বকাপের ইতিহাসে ভারতের রেকর্ড মোটেই আহামরি নয়। এখনও পর্যন্ত মাত্র তিনটি বিশ্বকাপ পদক এসেছে ভারতের ঝুলিতে। ১৯৭১ সালে ব্রোঞ্জ, ১৯৭৩ সালে রুপো এবং ১৯৭৫ সালে সোনা। এরপর দীর্ঘ ৪৯ বছর কেটে গেলেও, হকি বিশ্বকাপে কোনও পদক জিততে পারেনি ভারত। শেষবার তো দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন ভারতীয়রা।
আরও পড়ুন- বিস্ময় গোলে এখনও ম্যাজিক রোনাল্ডিনহোর
হরমনপ্রীত (Harmanpreet Singh) শনিবার বলেছেন, ‘‘ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, অলিম্পিকে সোনা এবং বিশ্বকাপ জেতার। অলিম্পিকে দুটো ব্রোঞ্জ জিতেছি। এবার অধরা বিশ্বকাপ পদক জিততে চাই। প্যারিসে আমরা যে হকি খেলেছি, তাতে বিশ্বের যে কোনও দলের সঙ্গে টক্কর নেওয়ার ক্ষমতা আমাদের আছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আপাতত লক্ষ্য, হকি প্রো লিগে ভাল খেলা এবং এশিয়া কাপ জিতে সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা। অনেকগুলো বছর হয়ে গেল আমরা বিশ্বকাপে কোনও পদক জিততে পারিনি। পরের বিশ্বকাপে এই খরা কাটাতে চাই। তাহলেই নিজের কেরিয়ারের বৃত্তটা সম্পূর্ণ হবে।’’