দোহা, ৩০ নভেম্বর : খেলা ছেড়েছেন অনেকদিন। কিন্তু ফুটবল যে তাঁকে ছেড়ে যায়নি বুঝিয়ে দিলেন রোনাল্ডিনহো (Ronaldinho Gaúcho)। দোহাতে লেজেন্ডদের এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। খেলার ফল নির্ধারিত সময়ে ২-২ হওয়ার পর টাই ব্রেকারে বার্সেলোনা জিতেছে ৪-২ গোলে। তবে এই ম্যাচ সবাই মনে রাখবেন রোনাল্ডিনহোর (Ronaldinho Gaúcho) অনবদ্য ফ্রি কিকের গোলের জন্য। যা পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিয়েছে।
বার্সেলোনার ১২৫তম বর্ষ উদযাপনে দোহায় খেলতে নেমেছিলেন এক সময়ের মহাতারকারা। ১৬ মিনিটে বক্সের উপর থেকে কার্ভিং ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলের একদা তারকা রোনাল্ডিনহো। রিয়ালের গোলরক্ষক পাকো বায়োর দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। বল বাঁক খেয়ে জালে জড়িয়ে যায়। ২০০৫-এর ব্যালন ডি’অর জয়ী ফুটবলার গোলের পর আনন্দে দু-হাত ছড়িয়ে দেন। ৮ মিনিটে প্রথম গোলটি করেছিলেন জুয়ান পাবলো সোরিন। রিয়ালের হয়ে দুটি গোল করেছেন লুই ফিগো ও এডুইন কঙ্গো।
বার্সেলোনা রোনাল্ডিনহোর গোলের ছবি পোস্ট করে লিখেছে, হি ইজ স্টিল গট ইট! গোল করা ছাড়াও অসাধারণ স্কিলে তিনি মাঠে হাজির দর্শকদের মুগ্ধ করেছেন। ফুটবল কেরিয়ারে রোনাল্ডিনহো লম্বা সময় বার্সেলোনার হয়ে খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে সাড়া ফেলেছেন ব্রাজিলের জার্সিতে।