মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা

Must read

মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি হলেন সৈয়দ ওয়াকার রাজা (Syed Waquar Raza)। তিনি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম পদে ছিলেন। সোমবারই মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে মুকেশ কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। মুকেশ কে আইজিপি, আইবি (II) পশ্চিমবঙ্গ পদে নিয়োগ নিয়োগ করল নির্বাচন কমিশন। পরবর্তী ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ পদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মত রাজ্য সরকার ৩ আইপিএস আধিকারিকের নাম পাঠায়। এরা হলেন ওয়াকার রাজা ,রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং দেবস্মিতা দাস। কমিশন এদিন জানিয়েছে, রাজ্যের দেওয়া নামের তালিকা থেকে সৈয়দকে (Syed Waquar Raza) বেছে নেওয়া হয়েছে। বিকেল ৫টার মধ্যে কমিশনের নির্দেশকে কার্যকর করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন- দেশ বিক্রি করছে বিজেপি! তরুণরা দেশ বাঁচাও: জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী

যদিও মুর্শিদাবাদ ডিআইজিকে সরিয়ে দেওয়ায় কমিশনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে তোপ দেগে সোমবার তিনি বলেন, ‘রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে। এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়, তাহলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।’ আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভা থেকেই পুলিশ কর্তার অপসারণ নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ‘যারা চোর তারা গিয়ে বিজেপিতে যোগ দেয়। আমাদের মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল বিজেপির কথায়।’ এর আগে কলকাতা পুলিশের ডিএসপি তথা বিধায়ক লাভলি মৈত্রের স্বামীর সৌম্য রায়ের অপসারণ নিয়েও একইভাবে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো।

Latest article