ট্রাক্টরের ধাক্কায় নাবালকের মৃত্যু! উত্তপ্ত ফাঁসিদেওয়া

Must read

পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল নাবালকের। আহত আরও এক নাবালক। মঙ্গলবার সকালে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া (Phansidewa) ব্লকের গঙ্গারাম চা-বাগানে। ক্ষোভে চা-বাগানের শ্রমিকরা শিশুটির দেহ প্রায় ৫ ঘন্টা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান।

পুলিশ সূত্রে খবর, মৃত নাবালকের নাম লিয়ন কুজুর (৫)। ঘটনায় আহত হয়েছে তার দাদা ইউনুস কুজুর। জানা গিয়েছে, এ দিন সকালে দুই ভাই সাইকেলে করে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় একটি পাথর বোঝাই ট্রাক্টর পিছন থেকে সাইকেলটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট ভাইয়ের। আহত কিশোর এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন-মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা

ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাক্টরটি আটকে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ ঘটনাস্থলে যায় শিলিগুড়ি কমিশনারেটের পুলিশও৷ জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ লাঠিচার্জ করে৷ দুই নাবালকের বাবা-মা বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করেন। তারা দু’জন দিদার কাছেই থাকতো বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে গাড়িচালককে গ্রেফতার করতে হবে। দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, “ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গাড়িচালকের খোঁজ শুরু হয়েছে।”

Latest article