KMC : পুরভোটে সন্ধের পরে নয় বড় মিটিং-মিছিল:   কমিশন

Must read

কলকাতা : দোলাচলের অবসান। কলকাতা পুরভোটের নির্ঘন্ট ঘোষণা করল কমিশন

১৯ ডিসেম্বরেই কলকাতা পুরসভার ভোট। বৃহস্পতিবার, বেলা ১২টা নাগাদ সাংবাদিক বৈঠক করে জানাল রাজ্য নির্বাচন কমিশন। সম্ভাব্য গণণার দিন ২১ ডিসেম্বর। তবে গণনা নিয়ে চূড়ান্ত ঘোষণা পরে হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। এবারও ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে নির্বাচনী আচরণ বিধি।

আরও পড়ুন : Tripura: ভোট শুরু হতেই উত্তপ্ত হয় ত্রিপুরা 

এক নজরে কী বলল কমিশন:

• কলকাতার মোট ১৪৪টি পুরভোট

• মোট বুথ ৪৭৪২টি

• মোট ভোটার ৪০৪৮৩৫২ জন ভোটার

• আজ থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে

• মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর

• মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৪ ডিসেম্বর

• মনোনয়ন পত্র স্ক্রুটিনি ২ ডিসেম্বর

• মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দুজন থাকতে পারবেন

• কোভিড বিধি মেনে প্রচার করতে হবে

• প্রচারের জন্য সন্ধে ৭টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত কোনও বড় মিটিং-মিছিল করা যাবে না

• বাড়ি বাড়ি প্রচারে থাকতে পারবেন সর্বোচ্চ ৫ জন

• ভোটগ্রহণের সময় সকাল ৭টা থেকে সন্ধে ৬টা

• পুনর্নির্বাচন হলে তা হবে ২০ ডিসেম্বর

• ভোটগনণা খুব সম্ভবত ২১ ডিসেম্বর

নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, কোথায় কত পুলিশ মোতায়েন করা হবে- সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি কলকাতা পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট চেয়েছে তারা। সেই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

কলকাতা পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি হলেও হাওড়া নিয়ে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি।

Latest article