নির্বাচনী বন্ড : শীর্ষ আদালতের ভর্ৎসনার পর তথ্য জমা দিল এসবিআই

কাজ হল শীর্ষ আদালতের ধমকে। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য জমা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Must read

প্রতিবেদন : কাজ হল শীর্ষ আদালতের ধমকে। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য জমা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সোমবারই শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য এবং নথি স্টেট ব্যাঙ্ককে জমা দিতে হবে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যেই। সেই অনুযায়ী এদিন এই সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিল স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন-প্রচার শুরু করে আত্মবিশ্বাসী সুজাতা জোর লড়াইয়ের বার্তা দিলেন সৌমিত্রকে

এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সামনের শুক্রবারের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য নিজেদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। লক্ষণীয়, বন্ড-তথ্য জমা দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টে আরও সময় চেয়েছিল স্টেট ব্যাঙ্ক। কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের বেঞ্চ, সময় বাড়ানোর জন্য এসবিআই-এর আবেদন প্রত্যাখ্যান করে এবং ভর্ৎসনাও করে ব্যাঙ্ককে। ফেব্রুয়ারিতে এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা করেছিল। সুপ্রিম কোর্টের যুক্তি, এটি নাগরিকদের তথ্যের অধিকার লঙ্ঘন করেছে।

Latest article