মাস্কের জরুরি তলব

Must read

কর্মী ছাঁটাই করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়লেন ট্যুইটার কর্তা এলন মাস্ক (Elon Musk)। গত কয়েকদিনে সংস্থার বেশ কয়েকশো কর্মী ইস্তফা দেন। একের পর এক কর্মীর ইস্তফার প্রেক্ষিতে সংস্থার কাজকর্ম প্রায় লাটে উঠেছে। ঘটনার জেরে শনিবার কর্মীদের এক জরুরি বার্তা পাঠান ট্যুইটারের নতুন মালিক। ওই বার্তায় মাস্ক সংস্থার সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে তড়িঘড়ি অফিসে ডেকে পাঠিয়েছেন। তবে যাঁরা বিমান পাবেন না বা যাঁদের পারিবারিক কোনও জরুরি কাজ আছে তাঁদেরকে এই তলবের হাত থেকে রেহাই দেওয়া হয়েছে। পাশাপাশি সফটওয়্যারের কাজ জানা যে কোনও ব্যক্তিকে শনিবার দুপুর দুটোর সময় সানফ্রান্সিসকোয় ট্যুইটারের সদর দফতরের ১০ তলায় এসে রিপোর্ট করতে বলেছেন। মনে করা হচ্ছে, কর্মীর অভাবে কাজ আটকে যাওয়ায় মাস্ক (Elon Musk) দ্রুত নিয়োগ করতে চাইছেন।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীকে টেকনিক্যাল স্টাডি শুরুর প্রস্তাব, ভাঙন নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি

Latest article