শনিবার নিজের বাড়িতেই সকালে প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার স্যার ববি চার্লটন (Bobby Charlton)। ফুটবলারের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে লেখা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, শনিবার সকালে স্যার ববি প্রয়াত হয়েছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন। যাঁরা তাঁর এগিয়ে চলার পথে সমর্থন এবং ভালোবাসা দিয়েছেন, তাঁদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা।’
আরও পড়ুন-ফুচকার মণ্ডপ থেকে উধাও ফুচকা, ঘুম উড়ল উদ্যোক্তাদের
ম্যাঞ্চেস্টার ইউটাইটেডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘শুধুমাত্র ম্যাঞ্চেস্টার বা ইংল্যান্ড নয়, বিশ্বের যেখানে যেখানে ফুটবল খেলা হয়েছে, সেখানকার লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে ছিলেন স্যর ববি।’
আরও পড়ুন-মহাষ্টমীতে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
দিয়েগো মারাদোনা এবং পেলের পর চলে গেলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের সঙ্গে এক সারিতে নাম উচ্চারণ করা স্যর ববি । ইংল্যান্ড প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ফুটবল বিশ্বকাপ জিতেছে ১৯৬৬ সালে। সেই বিশ্বকাপের সেরা ফুটবলার ছিলেন স্যর ববি। ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১০৯ ম্যাচে ৪৯ গোল করেন চার্লটন।
আরও পড়ুন-পুজো পরিক্রমা, যাত্রা হল শুরু
ম্যান ইউনাইটেডের হয়ে ৭৫৮টি ম্যাচে ২৪৯টি গোল করেছেন। ১৯৬৮ সালে ক্লাবকে প্রথম বার ইউরোপিয়ান কাপ (এখন চ্যাম্পিয়ন্স লিগ) জিতিয়েছিলেন। ক্যারিয়ারের বেশির ভাগতাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন। মিডফিল্ডার হিসাবে খেলতেন তিনি।