জেলের অভিজ্ঞতা নিয়ে বেকার

রাতগুলো ছিল ভয়াবহ ও নৃশংস

Must read

বার্লিন: জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। কিন্তু কারাবাসের ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে পড়লে এখনও শিউরে উঠছেন বরিস বেকার (Boris Becker’s Jail Experience)। এ নিয়ে বুধবার প্রথম মুখ খুলেছেন জার্মান টেনিস কিংবদন্তি। বেকারের বক্তব্য, ‘‘জেলের কুঠুরিতে রাতগুলো ছিল ভয়াবহ ও নৃশংস। পুরো পরিবেশটাই তখন পাল্টে যেত। সেই অভিজ্ঞতা মনে পড়লে এখনও শিউরে উঠছি।’’

আরও পড়ুন-আবেগের বিস্ফোরণে বাতিল উৎসব, হেলিকপ্টারে উদ্ধার মেসিদের

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী (Boris Becker’s Jail Experience) আরও জানাচ্ছেন, জেলে থাকাকালীন দু’বার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু জনা দশেক কয়েদির হস্তক্ষেপে ব্যাপারটা খুব বেশিদূর গড়ায়নি। যে কয়েদিরা তাঁকে বাঁচিয়েছিল, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানিয়েছেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন। বেকার বলেন, ‘‘জন বলে এক কয়েদি একাধিক খুনের জন্য ২৫ বছরের কারাদণ্ডের সাজা খাটছিল। ও আমাকে হুমকি দেয়, টাকা না দিলে আমাকে খুন করবে। আরেক কয়েদি, যার নাম আইকে। সেও আমার উপর হঠাৎ করেই চড়াও হয়েছিল। তবে বাকি কয়েদিরা দু’বারই গোটা পরিস্থিতি সামলে নিয়েছিল।’’ বেকার আরও জানিয়েছেন, ‘‘পরের দিনই আইকে আমার আগে গতরাতের ঘটনার জন্য ক্ষমা চাইল! মাটিতে শুয়ে পড়ে বারবার ক্ষমা চাইছিল। আমি ওকে বুকে জড়িয়ে ধরি।’’

Latest article