ব্যর্থ বিজেপি, মণিপুর নিয়ে সরব তৃণমূল

বিজেপি ক্ষমতায় এসেছে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে। অথচ এখানে কী চলছে সবাই দেখতে পাচ্ছে। গোটা রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে

Must read

নয়াদিল্লি : মণিপুরের অশান্ত পরিবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তাঁর দাবি, বাংলা এবং যেকোনও অবিজেপি রাজ্যে যেভাবে কথায় কথায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়, অগ্নিগর্ভ মণিপুরেও একই পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার। তৃণমূল সাংসদের বক্তব্য, বিজেপি-শাসিত মণিপুরে মানুষের জীবনসংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন-সংঘর্ষের আগুনে পুড়ছে মণিপুর, সেনার ফ্ল্যাগমার্চ

বিক্ষোভের জেরে কার্যত জ্বলছে উত্তর-পূর্বের এই রাজ্য। আট জেলায় তুমুল অশান্তি, সংঘর্ষ, কার্ফু, সেনা নামাতে হয়েছে। বিজেপি ক্ষমতায় এসেছে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে। অথচ এখানে কী চলছে সবাই দেখতে পাচ্ছে। গোটা রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রীর জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন ও হিংসাত্মক সংঘর্ষের পরিস্থিতি বিজেপির প্রশাসনিক ব্যর্থতার নমুনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে পদক্ষেপ করুক কেন্দ্রীয় সরকার। অন্যান্য অবিজেপি রাজ্যের মতো এখানেও পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় দল পাঠানো হোক।

Latest article