মোদি সরকারকে লোকসভা ভোটে ‘সাজা’ দেওয়ার ডাক কৃষক নেতাদের

Must read

প্রতিবেদন : মোদি সরকার কৃষকদের (Farmers) দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়েছে। আসন্ন লোকসভা ভোটে মোদি সরকারকে সাজা দিতে হবে। দিল্লির রামলীলা ময়দানে সংযুক্ত কিসান মোর্চার সমাবেশ থেকে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেন কৃষক নেতারা। কৃষক নেতা হান্নান মোল্লা জানিয়েছেন, দেশের অন্নদাতা কৃষকদের (Farmers ) সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কেন্দ্রের সরকার। এমএসপি-র আইনি নিশ্চয়তা পাচ্ছেন না কৃষকরা।

আরও পড়ুন: নির্বাচনী বন্ড, এসবিআইকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

কৃষক আন্দোলনের পর মোদি সরকার তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। সেই সময় কেন্দ্রের তরফে কৃষকদের অন্য দাবিগুলি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেগুলি এখনও পূরণ হয়নি। অভিযোগ, সংযুক্ত কিসান মোর্চার সঙ্গে কোনও আলোচনায় বসেনি সরকার।
ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবি থেকে কৃষি ঋণ মকুব, কৃষক আন্দোলনের সময় ৭৫০ জন মৃত কৃষকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে মোর্চা। সরকারের তরফে এ-বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ কৃষক নেতা হান্নান মোল্লার। তিনি জানান, সমাবেশ থেকে দেশের কৃষকদের বার্তা দেওয়া হয় যে কৃষক-বিরোধী মোদি সরকারকে ভোট বাক্সে উপযুক্ত জবাব দেওয়ার।
পূর্বের কোনও প্রতিশ্রুতিই পূরণ না হওয়ায় পাঞ্জাব-হরিয়ানা সীমানায় বেশ কিছু কৃষক সংগঠন সম্প্রতি ফসলের দামের আইনি গ্যারান্টির দাবিতেই আন্দোলন চালাচ্ছিল। তাতে সংযুক্ত কিসান মোর্চা যোগ দেয়নি। কিন্তু সেই কৃষকদের উপরে যেভাবে পুলিশি অত্যাচার চালানো হয়েছে, ড্রোন থেকে কাঁদানে গ্যাসের শেল ফেলা হয়েছে, দিল্লির সীমানায় ফের পেরেক পুঁতে, কাঁটাতার, কংক্রিটের পাঁচিল, লোহার ব্যারিকেড ফেলে তাঁদের দিল্লি আসার রাস্তায় বাধা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সরব হয়েছেন কৃষক নেতারা।

Latest article