সংবর্ধনা কনিষ্ঠতম বিজ্ঞানীকে

চুঁচুড়ার বাসিন্দা হলেও হালিশহরে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের পাড়াতেই ছোটবেলা কেটেছে অভিজ্ঞানের।

Must read

প্রতিবেদন: বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আবিষ্কারে গোটা দেশ তথা বিশ্বমঞ্চে বাংলার ধ্বজা উড়িয়েছে চুঁচুড়ার অভিজ্ঞান কিশোর দাস। নিজের উদ্ভাবনী দক্ষতা দিয়ে সে সুনাম কুড়িয়েছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে। হুগলি কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র অভিজ্ঞান আবারও প্রমাণ করেছে উদ্ভাবন ও বিজ্ঞান-প্রযুক্তি চর্চায় বাংলার ছাত্র-ছাত্রীরা বরাবরই দেশের সেরা।

আরও পড়ুন-সমবায় সমিতিগুলিও সক্রিয় উন্নয়নের কাজে : বেচারাম

চুঁচুড়ার বাসিন্দা হলেও হালিশহরে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের পাড়াতেই ছোটবেলা কেটেছে অভিজ্ঞানের। দেশের কনিষ্ঠতম ওই বিজ্ঞানীকেই এবার যোগ্য সম্মান দিল তৃণমূল ছাত্র পরিষদ। নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ‘এল ট্যালেন্টও’ অনুষ্ঠানের মঞ্চে অভিজ্ঞানের হাতে সংবর্ধনা তুলে দিলেন তৃণাঙ্গুর ভট্টাচার্য। করোনাকালে টাচ ফ্রি অটোমেটিক পোর্টেবল হ্যান্ড স্যানিটাইজিং ব্যবস্থা আবিষ্কার করে গোটা দেশে হইচই ফেলে দিয়েছিল অভিজ্ঞান। গত অক্টোবরেই কেন্দ্রীয় সরকার তাঁর হাতে তুলে দিয়েছে ‘ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ড ২০২৩’।

Latest article