খসড়া গঠনতন্ত্রে বদল চাইল ফিফা, এএফসি

১৩ জুলাই ফিফা ও এএফসি-র কাছে গঠনতন্ত্রের খসড়া পাঠিয়েছিল সিওএ।

Must read

নয়াদিল্লি, ২৬ জুলাই : সুপ্রিম কোর্টে জমা দেওয়া কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) তৈরি খসড়া গঠনতন্ত্রে সংশোধনী চেয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল ফিফা এবং এএফসি। ১৩ জুলাই ফিফা ও এএফসি-র কাছে গঠনতন্ত্রের খসড়া পাঠিয়েছিল সিওএ। তাতে বিভিন্ন ধারায় আপত্তি জানিয়ে নিজেদের মতামত লিখিতভাবে ফিফাকে জানায় রাজ্য সংস্থাগুলিও। এবার ফিফা এবং এএফসি তাদের পর্যবেক্ষণ লিখিতভাবে জানিয়ে দিয়েছে ফেডারেশনকে।

আরও পড়ুন-ওজন বাড়াতে

কার্যকরী কমিটিতে নামী প্রাক্তন খেলোয়াড়দের ৫০ শতাংশ প্রতিনিধিত্ব এবং তাঁদের ভোটাধিকার খসড়ায় চেয়েছিল সিওএ। ফিফা এবং এএফসি তাতে আপত্তি জানিয়ে সংশোধনী চেয়েছে। ফেডারেশনকে পাঠানো চিঠিতে তারা লিখেছে, ‘‘নতুন কার্যকরী কমিটিতে ২৫ শতাংশ খেলোয়াড়দের প্রতিনিধিত্ব থাকবে এবং তাঁদের কো-অপ্ট করতে হবে। নির্বাচনে তাঁদের ভোটাধিকার থাকবে না।’’ ফিফা চিঠিতে আরও জানিয়েছে, কার্যকরী কমিটিতে বর্তমান সদস্যদের গুরুত্ব কমিয়ে দেওয়া মোটেই বিচক্ষণ সিদ্ধান্ত হবে না। এতে ভবিষ্যতে সমস্যায় পড়বে ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন-কমনওয়েলথে নেই নীরজ, কুঁচকির চোটে কাবু নায়ক

খসড়া সংবিধানে অফিস বিয়ারার হিসেবে সভাপতি, সচিব এবং কোষাধ্যক্ষকে দেখিয়েছে সিওএ। কিন্তু ফিফা, এএফসি জানিয়েছে, ভাইস প্রেসিডেন্টকেও অফিস বিয়ারার হিসাবে গণ্য করতে হবে। রাজ্য সংস্থার এক কর্তা বললেন, ‘‘ফিফা, এএফসি জানিয়েছে, তাদের গাইডলাইন মেনে গঠনতন্ত্র চূড়ান্ত করতে হবে। আমরাও প্রতিবাদ জানিয়েছি। আশা করি, ২৮ জুলাই সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষেই থাকবে।’’

Latest article