কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের জামিনের আর্জি খারিজ, লখিমপুর খেরি মামলা

লখিমপুর খেরি মামলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের জামিনের আর্জি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট।

Must read

প্রতিবেদন : লখিমপুর খেরি মামলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের জামিনের আর্জি খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে চার কৃষকের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত আশিস। এই মামলায় ১০ ফেব্রুয়ারি আশিসকে জামিন দিয়েছিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। কিন্তু জামিনের সেই নির্দেশ খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-খসড়া গঠনতন্ত্রে বদল চাইল ফিফা, এএফসি

পাশাপাশি এই মামলায় নতুন করে সিদ্ধান্ত নেওয়ার জন্য হাইকোর্টকে পরামর্শ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পরই এলাহাবাদ হাইকোর্টে নতুন করে জামিনের আর্জি জানায় আশিস। ওই জামিনের আর্জির শুনানি শেষ হয় ১৫ জুলাই। মঙ্গলবার ওই মামলার রায় দিতে গিয়ে আশিসের জামিনের আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। উল্লেখ্য, কেন্দ্রের তৈরি তিন কৃষি আইনের বিরুদ্ধে ২০২১ সালের অক্টোবরে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। প্রতিবাদরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল। সেই গাড়িতে ছিল আশিস ও তার কয়েকজন বন্ধু। ওই ঘটনায় গাড়ির চাকা পিষে মৃত্যু হয়েছিল ৪ কৃষকের। ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়িয়ে ছিল লখিমপুরে।

Latest article