ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন, আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি

সিলিংয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই সিলিংয়ের একাংশ ভেঙে দেওয়া হয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

Must read

কয়েক মাস পরেই ভারতে শুরু হবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ (International cricket worldcup) । সেই নিয়ে যখন প্রস্তুতি তুঙ্গে তখনই ঘটে গেল বিপত্তি। ইতিমধ্যে বিশ্বকাপের সূচিও প্রকাশিত হয়ে গিয়েছে। সেমিফাইনাল-সহ বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। ইডেনের ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের ঘটনা বেশ চাঞ্চল্য সৃষ্টি করল।

আরও পড়ুন-ওয়াকফ সম্পত্তি ৩ সদস্যের কমিটি গঠন করল রাজ্য

জানা গিয়েছে, বুধবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ ইডেনের ড্রেসিংরুমে আগুন লাগে। খবর পেয়েই সেখানে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে যায় । দমকলবাহিনীর তৎপরতায় বড়সড় কিছু ঘটনা হয়নি। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন-দিদির হাত ধরেই নয়া ভোর আদিবাসীদের : বীরবাহা

মধ্যরাতে হঠাৎ আগুন লেগে গেল ইডেন গার্ডেন্সে। কর্মীরা অ্যাওয়ে দলের ড্রেসিংরুম থেকে ধোঁয়া বের হতে দেখেন। ড্রেসিং রুমের বাইরে ইডেনের পুনর্নির্মাণের কাজ চলছিল। দমকলের দুটি ইঞ্জিন ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। ড্রেসিং রুমের কাঠের ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোচ্ছিল। সিলিংয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই সিলিংয়ের একাংশ ভেঙে দেওয়া হয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনা এড়াতে স্কুলে সচেতনতা শিবির, পড়ুয়াদের পথনিরাপত্তার ক্লাস নিল পুলিশ

উল্লেখ্য, ইডেনে হবে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হতে চলেছে। কালীপুজোর আগের দিনও ম্যাচ রয়েছে ইডেনে। বিশ্বকাপ নিয়েই ইডেনে সংস্কারের কাজ চলছে। কিছু দিন আগে আইসিসি ও বিসিসিআই-এর একটি দল ইডেন গার্ডেন্স পরিদর্শন করেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবার পরিদর্শনে আসবে আইসিসি ও বিসিসিআই-এর দল। এর মধ্য বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা সংস্কারের কাজে বেশ প্রভাব ফেলতে চলেছে।

Latest article