ঐতিহাসিক রুপো জয় ভাবিনাবেনের

Must read

টোকিও, ২৯ অগাস্ট: এবারের প্যারা অলিম্পিকে ভারতকে প্রথম পদক উপহার দিলেন টেবল টেনিস খেলোয়াড় ভাবিনাবেন প্যাটেল। রবিবার সোনার পদকে লড়াইয়ে বিশ্বের এক নম্বর চিনের ইং ঝউয়ের কাছে ৭-১১, ৫-১১, ৬-১১ সরাসরি গেমে হেরে রুপো পেয়েছেন ভাবিনা। ম্যাচের শুরু থেকেই তাঁকে চাপে ফেলে দিয়েছিলেন চিনা প্রতিদ্বন্দ্বী। প্রথম গেমে তাও কিছুটা লড়াই করেছিলেন। তবে পরের দুই গেমে ভাবিনাকে কার্যত উড়িয়ে দিয়ে সোনা ছিনিয়ে নেন ঝউ।

মেয়েদের টেবল টেনিসের ক্লাস ফোর বিভাগের ফাইনালে উঠে আগেই পদক জয় নিশ্চিত করে ফেলেছিলেন ৩৪ বছর বয়সি ভারতীয় প্যাডলার। উসকে দিয়েছিলেন সোনা জয়ের স্বপ্নও। ফাইনালে হেরে রুপোর পদকে সন্তুষ্ট থাকতে হলেও, ভাবিনার পারফরম্যান্সকে একেবারেই খাটো করা যাবে না। বরং প্যারা অলিম্পিকের আসরে প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে রুপো জিতে নয়া ইতিহাস গড়লেন গুজরাতের মেয়ে।

Latest article