বিধাননগরে প্রকৃতি উৎসবে ফুল, পাখিদের মেলা

শহরে হিমেল হাওয়া। তিলোত্তমাবাসীর মন কাড়তে হাজির ম্যাকাও, কাকাতুয়া, লাভবার্ডরা। সঙ্গে বাহারি ফুল, সবজি আর ফলের সম্ভার।

Must read

প্রতিবেদন : শহরে হিমেল হাওয়া। তিলোত্তমাবাসীর মন কাড়তে হাজির ম্যাকাও, কাকাতুয়া, লাভবার্ডরা। সঙ্গে বাহারি ফুল, সবজি আর ফলের সম্ভার। মুখোরোচক খাওয়া-দাওয়া, গান আর যাত্রাপালার আনন্দে যেন একটুকরো ‘আনন্দ নিকেতন’ বিধাননগরের বিজে পার্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুক্রবার থেকে এখানে শুরু হল ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব ২০২৩’।

আরও পড়ুন-বাংলার দুয়ারে সরকারকে আজ দিল্লির বুকে কেন্দ্রীয় সম্মান, মোদি সরকারের ট্র‍্যাজেডি!

ম্যাকাও আর কাকাতুয়াদের নিয়ে এদিন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে দেখা গেল একেবারে অন্য মেজাজে। উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, পার্থ ভৌমিক, বিধায়ক তাপস রায়, নির্মল ঘোষ প্রমুখ। কৃষ্ণা চক্রবর্তী বলেন, এই মেলা চলবে ৮ জানুয়ারি রবিবার পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা। কলকাতা ছাড়াও শহরতলি থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন।

Latest article