চলমান সিঁড়ি সহ ফুটব্রিজ

পরিসংখ্যান বলছে, শহরের যে যে ক্রশিংয়ে ফুট ওভারব্রিজ রয়েছে, সেই ক্রশিংগুলিতে যানজট ও পথদুর্ঘটনার সংখ্যা তুলনামূলক ভাবে কম।

Must read

প্রতিবেদন: পথ-দুর্ঘটনায় রাশ টানতে এবং পথচারীদের নিরাপত্তায় বাড়তি নজর দিল কলকাতা পুলিশ। এই লক্ষ্যে শহরের একাধিক ব্যস্ত ক্রশিংয়ে ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিল পুলিশ। প্রস্তাবিত নতুন এই ফুট ওভারব্রিজগুলি হবে অত্যাধুনিক মানের। লিফট ও এসক্যালেটরের মতো ব্যবস্থা থাকবে এই ফুটব্রিজগুলিতে।

আরও পড়ুন-ভেজালে ছেয়ে গিয়েছে গােটা দেশ, বিজেপি চুপ, জাল ওষুধ ধরতে ল্যাবরেটরি

পরিসংখ্যান বলছে, শহরের যে যে ক্রশিংয়ে ফুট ওভারব্রিজ রয়েছে, সেই ক্রশিংগুলিতে যানজট ও পথদুর্ঘটনার সংখ্যা তুলনামূলক ভাবে কম। তাই শহরের ব্যস্ততম কয়েকটি মোড়ে নতুন ফুট ওভারব্রিজ গড়ে তোলার পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ। এই ফুটব্রিজ নির্মাণের বিষয়ে কলকাতা ট্রাফিক পুলিশ আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছে। পুলিশকর্তাদের আশা, এরকম অত্যাধুনিক মানের ফুট ওভারব্রিজ থাকলে পথচারী ও রাস্তা পারাপারকারীরা তা ব্যবহার করবেন।

আরও পড়ুন-সুন্দরবনের ‘বনফুল’ সুরক্ষা দিচ্ছে মউলেদের

এর জেরে অনেকটাই কমানো যাবে পথদুর্ঘটনার সংখ্যা। শহর কলকাতায় রাস্তা পার হতে গিয়ে অসংখ্য দুর্ঘটনা ঘটে। মৃত্যুর সংখ্যাও কম নয়। এবার সেই প্রবণতা কমাতেই এই বিশেষ উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শহরবাসী। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খুব শিগগিরই নির্মাণের কাজ শুরু হবে।

Latest article