একসঙ্গে চার হাজার চাকরি, কর্মসংস্থানে রাজ্যে নজির

Must read

প্রতিবেদন : কর্মসংস্থান সৃষ্টিতে নতুন নজির গড়ল বাংলা। রাজ্যের (West Bengal Government) কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত চাকরি মেলায় একলপ্তে নিয়োগপত্র পেলেন প্রায় চার হাজার চাকরিপ্রার্থী। মঙ্গল এবং বুধবার যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক ও টালিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজে এই চাকরি মেলার আয়োজন করা হয়। রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, দু’দিনের এই মেলাতে প্রথম দিনে ২৭ ও পরের দিন ৩১টি সংস্থা অংশগ্রহণ করে। প্রায় ৭ হাজার নাম নথিভুক্ত করা প্রার্থীর মধ্যে ৩৪৩৫ জনকে সরাসরি চাকরির অফার লেটার দেওয়া হয়েছে। এই দু’দিনে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে মোট ৩৪৩৫ জন চাকরির ‘অফার লেটার’ পান। আরও প্রায় একহাজার চাকরিপ্রার্থীকে চাকরি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তাঁদের সমস্ত তথ্য নিয়ে গিয়েছে বিভিন্ন সংস্থা। এই মেলায় যোগ দিতে ৭৮১২ জন অনলাইনে রেজিস্ট্রেশন করেন। যাঁদের মধ্যে উপস্থিত হন ৬৯৭৫ জন। আইটিসি, ভোল্টাস, এক্সাইড, টাটা মোটরস মারুতি সুজুকি সহ প্রথম সারির বিভিন্ন সংস্থা সেখান থেকে সরাসরি কর্মী নিয়োগ করেছে বলে তিনি জানান। সরকারি (West Bengal Government) উদ্যোগে এ ধরনের চাকরি মেলা রাজ্যে প্রথম। আগামী মে-জুন মাসে শিলিগুড়িতে উত্তরবঙ্গের ছেলেমেয়েদের জন্য চাকরি মেলার আয়োজন করবে রাজ্য কারিগরি শিক্ষা দফতর। মন্ত্রী বলেন, আগামী দিনে কারিগরি শিক্ষাই যুবক-যুবতীদের ভবিষ্যৎ।

Latest article