দাবানলে পুড়ছে স্পেন, পর্তুগাল, ফ্রান্স

তীব্র গরমে মৃতের সংখ্যা হাজার পার

Must read

প্রতিবেদন : অস্বাভাবিক তাপপ্রবাহের জেরে সৃষ্ট দাবানলে পুড়ছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ এলাকা। দাবানলের কারণে ইতিমধ্যেই ফ্রান্স, স্পেন এবং পর্তুগালের (France- Spain- Portugal) প্রচুর মানুষ ঘরছাড়া হয়েছেন।
আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। আশেপাশের জলাধার থেকে জল এনে আগুন নেভানোর কাজ চলছে। কিন্ত প্রবল গরম ও শুকনো বাতাসের কারণে শুষ্ক বনভূমিতে আগুন দ্রুত ছড়াচ্ছে।
ইতিমধ্যেই তীব্র দাবদাহ ও দাবানলের কারণে স্পেন ও পর্তুগালে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্পেনের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। সেখানে তাপপ্রবাহে মৃত্যু হয়েছে প্রায় ৪০০ জনের। আগুন নেভাতে গিয়ে পর্তুগালে (France- Spain- Portugal) ভেঙে পড়ে দমকল বাহিনীর একটি কপ্টার। ওই ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। সোমবারও আবহাওয়া দফতর কোনও আশার কথা শোনাতে পারেনি। এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহেও তাপমাত্রা কমার তেমন কোনও সম্ভাবনা নেই। গরম না কমলে আগুন নেভাতেও সমস্যা হবে। পাশাপাশি স্থানীয় মানুষকে দিনের বেলায় অযথা বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
দাবানলে পুাড়ছে ফ্রান্সের জিরোন্দে এলাকাও। ওই এলাকা থেকে ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১২০০ দমকলকর্মী আগুন নেভানোর কাজ করছেন। দাবানলের কারণে সংলগ্ন এলাকায় তাপমাত্রা আরও বেড়েছে।

আরও পড়ুন: রনিলকে ভোট দিলে খুনের হুমকি সাংসদদের

Latest article