সচিব পরিচয়ে প্রতারণা, ধৃত ২

শনিবার দু'জনকে আদালতে তোলা হলে বিচারক তাদের ১৯ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব পরিচয় দিয়ে খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে টেন্ডার পাশ করানোর জন্য একবার ই-মেলে আর একবার ফোনে হুমকি দেওয়ার অভিযোগ। এই অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানা। ধৃতদের নাম বিশ্বনাথ সরকার ও বিভাস সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বনাথ সরকার প্রথমে ই-মেলে একটি টেন্ডার পাশ করিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়।

আরও পড়ুন-পৃথিবীর ৩০২ অধ্যাপকের চিঠি রাষ্ট্রপতিকে, বিশ্বভারতীর উপাচার্যকে সরান

পরে বিভাস সরকার নামে আর একজন নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে ফোন করে টাকা চায়, না দিলে খারাপ হবে বলেও হুমকি দেয়। এরপরই হেয়ার স্ট্রিট থানায় রেলের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার হরিদেবপুরের বাসিন্দা বিভাস সরকার ও সাঁওতালডিহি থেকে শনিবার বিশ্বনাথ সরকারকে গ্রেফতার করে। শনিবার দু’জনকে আদালতে তোলা হলে বিচারক তাদের ১৯ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Latest article