‘বিপর্যয়’ এগোচ্ছে, আগামী ৬ ঘণ্টায় অতি শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়

অতি ভারী বৃষ্টি সৌরাষ্ট্র ও কচ্ছে হওয়ার সম্ভাবনা। মৎসজীবীদের জন্যও আগামী চারদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Must read

সামনেই ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy)। পূর্ব-মধ্য আরব সাগর (Arabian Sea) থেকে পাকিস্তানের (Pakistan) দিকে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আরব সাগর থেকে উত্তর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। আগামী বৃহস্পতিবার, ১৫ জুনের মধ্যে ঘূর্ণিঝড় বিপর্যয় পাকিস্তান ও সংলগ্ন সৌরাষ্ট্র-কচ্ছ উপকূলে পৌঁছবে।

আরও পড়ুন-সচিব পরিচয়ে প্রতারণা, ধৃত ২

মৌসম ভবনের তরফে টুইট করে এই বিষয়ে জানানো হয়, মুম্বই থেকে পশ্চিম-দক্ষিণ পশ্চিমে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বিপর্যয়। পোরবন্দর থেকে ৫৩০ কিলোমিটার ও করাচি থেকে দক্ষিণে ৮৩০ কিলোমিটার দূরে আছে এই ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে উঠবে। ১৫ জুনের মধ্যে স্থলভাগে ঢুকবে।

আরও পড়ুন-পৃথিবীর ৩০২ অধ্যাপকের চিঠি রাষ্ট্রপতিকে, বিশ্বভারতীর উপাচার্যকে সরান

মৌসম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে আগামী ১৪ ও ১৫ জুন রাজস্থানের দক্ষিণ ও পশ্চিমভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। যোধপুর ও উদয়পুরেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। শনিবারই গুজরাট, মহারাষ্ট্র, গোয়া সহ উপকূলীয় অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি সৌরাষ্ট্র ও কচ্ছে হওয়ার সম্ভাবনা। মৎসজীবীদের জন্যও আগামী চারদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Latest article