তবু কেন জাতীয় মেলা নয়? কেন্দ্রের নির্লজ্জ রাজনীতি

Must read

প্রতিবেদন : স্থান মাহাত্ম্য ও ভিড়ের নিরিখে দেশের অন্যতম সেরা মেলা হল গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কোটি কোটি টাকা খরচ করে। এই মেলার জন্য যাবতীয় পরিকাঠামো, আলো, পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা, মেডিক্যাল ক্যাম্প, এয়ার লিফটের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা সবই করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর পুণ্যার্থীদের ভিড় ১ কোটি ছাড়িয়েছে। তবুও কেন্দ্রীয় সরকার গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আবেদন করলেও কেন্দ্রীয় সরকার তাতে কর্ণপাত করেনি। এটা দুঃখজনক, গঙ্গাসাগরে দাঁড়িয়ে এই ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন- অসম্পূর্ণ মন্দিরে কেন প্রাণ প্রতিষ্ঠা ক্ষোভে ফের তোপ শঙ্করাচার্যদের

আগে বলা হত, সব তীর্থ বারবার– গঙ্গাসাগর একবার। কিন্তু রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প, মেলার জন্য আনুষঙ্গিক সব ব্যবস্থা করা, ড্রেজিং করা, ভেসেলের সংখ্যা বাড়ানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, এসবের কারণে গঙ্গাসাগর এখন বারবার যাওয়া যায়। তাই প্রতি বছর পুণ্যার্থীর ঢল নামে গঙ্গাসাগরে। আর কুম্ভমেলা প্রতি বছর থাকে না। ফলে গোটা দেশ থেকেই সাধু-সন্ত ও পুণ্যার্থীরা আসেন সাগরে। তাই সবদিক থেকেই এটি জাতীয় মেলার (Gangasagar Mela) তকমা পাওয়ার উপযুক্ত। কিন্তু বাংলার প্রতি বঞ্চনা করতে অভ্যস্ত বিজেপি সরকার কথা মানলে তো!

Latest article