ডার্বির আগে কোথাও চাপ কোথাও ফুরফুরে মেজাজ

হিজাজির ফর্ম ভরসা দিচ্ছে লাল-হলুদকে

Must read

প্রতিবেদন : হিজাজি মাহের (Hijazi Maher)। যত দিন যাচ্ছে, ততই লাল-হলুদ জার্সিতে মানিয়ে নিচ্ছেন ২৬ বছর বয়সি জর্ডনের ডিফেন্ডার। মরশুমের শুরুতেই জর্ডন এলসে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর রক্ষণ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। কিন্তু হিজাজি (Hijazi Maher) সেই চিন্তা দূর করেছেন। ডার্বিতে দিমিত্রি, বুমোস, কামিন্স ও সাদিকুকে রোখার জন্য তিনিই বড় ভরসা। পাশাপাশি শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জার্সিতে নিজের প্রথম গোলের স্বাদও পেয়েছেন হিজাজি। আর সেই গোল উৎসর্গ করছেন বাগদত্তাকে।

আরও পড়ুন- তবু কেন জাতীয় মেলা নয়? কেন্দ্রের নির্লজ্জ রাজনীতি

সুপার কাপের দুটো ম্যাচেই বেশ ভাল ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা আট ম্যাচ অপরাজিত লাল-হলুদ। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে মোহনবাগানের সঙ্গে ড্র করলেই সেমিফাইনালের টিকিট পাকা। তবে সুপার কাপের দুটো ম্যাচেই গোল হজম করতে হয়েছে দলকে। ডার্বির আগে যা চিন্তায় রাখছে লাল-হলুদ কোচকে। কুয়াদ্রাত বলছেন, ‘‘দলের পারফরম্যান্সে আমি খুশি। টানা দু’টি জয়ের ফলে ফুটবলারদের আত্মবিশ্বাসও বেড়েছে। কিন্তু গোল হজমের অভ্যাস ছাড়তে হবে। ক্লিনশিট রেখে মাঠ ছাড়াটা জরুরি। তবে ডেকান ম্যাচে আমাদের বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে খুশি নই। মোহনবাগান-হায়দরাবাদ ম্যাচে হায়দরাবাদের ফুটবলারকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন রয়েছে।’’ ডার্বির আগে রেফারিকে চাপে রাখার খেলা শুরু করে দিলেন ইস্টবেঙ্গল কোচ!

Latest article