কোপ গরিব কল্যাণ যোজনায়

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে তারঁ দাবি, এই প্রকল্প সেপ্টেম্বরে শেষ না করে আরও কয়েকমাস চালু রাখা হোক।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : অর্থাভাবের ছুতো দেখিয়ে ৩০ সেপ্টেম্বরই বন্ধ করে দেওয়া হতে পারে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন প্রকল্পের মেয়াদ। উপভোক্তা ও গণবণ্টন দফতরের সচিবকে পাঠানো চিঠিতে নির্মলা সীতারামনের মন্ত্রক জানিয়েছে, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ফেডারেশনের দাবিমতো আরও তিনমাস এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হলে, ৪৪ হাজার কোটির বেশি টাকা খরচ হবে। খাদ্যশস্যের মূল্যের অর্থনৈতিক মূল্যায়নের মাধ্যমে এই খরচ হিসেব করা হয়েছে। গরিব কল্যাণ অন্ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার মতো প্রয়োজনীয় খাদ্যশস্যও মজুত নেই বলে জানিয়েছে ব্যয় সংক্রান্ত দফতর। সুতরাং এই প্রকল্পের মেয়াদ বাড়ানো নিয়ে শুরু হয়েছে সংশয়।

আরও পড়ুন-কর্মীরা চাইছেন না, মিঠুনের বর্ধমান ও বোলপুর সভা শেষ পর্যন্ত বাতিল হল

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন প্রকল্পের মেয়াদ বাড়াতে রাজি নয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সোমবার অর্থমন্ত্রকের তরফে কেন্দ্রীয় উপভোক্তা ও গণবণ্টন দফতরের সচিবকে একটি চিঠি পাঠিয়েছে ব্যয় সংক্রান্ত বিভাগ। সেখানেই একথা বলা হয়েছে।
উপভোক্তা ও গণবণ্টন দফতরের সচিবকে পাঠানো চিঠিতে অর্থমন্ত্রক জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে একটি অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে এবং করোনার প্রভাব কমে যাওয়ায় এই প্রকল্পের আর কোনও প্রাসঙ্গিকতা নেই। তাই দীর্ঘদিন ধরে এই প্রকল্প চালু থাকলে মনে হতে পারে যে এই প্রকল্প স্থায়ী এবং প্রকল্পটি বন্ধ করা কঠিন হয়ে যাবে। আগামী ৩০ সেপ্টেম্বরই এই প্রকল্প বন্ধ করে দেওয়া প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছে ব্যয় সংক্রান্ত দফতর। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় শস্যভাণ্ডারে মজুতের অভাব। যদিও ব্যয় সংক্রান্ত দফতরের তরফে আরও বলা হয়েছে, একান্তই যদি এই প্রকল্প যদি চালু রাখতে হয়, তাহলে অন্তত পরিমাণ যেন কমিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন-উৎসবে বাড়ি ফিরুন

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন প্রকল্পের মেয়াদ তিনমাস বৃদ্ধির জন্য অর্থমন্ত্রকে সুপারিশ পাঠায় খাদ্যমন্ত্রক। তার জবাবেই সোমবার এই চিঠি পাঠিয়েছে অর্থমন্ত্রকের ব্যয় সংক্রান্ত বিভাগ।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এ বিষয়ে জানান, কয়েকদিন আগে আমরা জানিয়েছিলাম এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। খাদ্যমন্ত্রকের সিদ্ধান্তের কথাই আমরা বলেছিলাম। তবে এখনও এই প্রকল্প বাতিল করা হয়নি। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেবেন পীযূষ গোয়েল। অর্থমন্ত্রকের সুপারিশ নিয়ে তিনি বলেন, করোনার ফলে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলির পরিস্থিতি বেহাল অবস্থায় পৌঁছেছে। তার মধ্যে একটু অক্সিজেন দিচ্ছিল এই প্রকল্প। তাই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে তারঁ দাবি, এই প্রকল্প সেপ্টেম্বরে শেষ না করে আরও কয়েকমাস চালু রাখা হোক।

Latest article