জিতেই ক্যাম্প ন্যু-কে বিদায় জানালেন পিকে

Must read

বার্সেলোনা, ৬ নভেম্বর : মুখে হাসি, চোখে জল! এভাবেই প্রিয় ক্যাম্প ন্যু-কে বিদায় জানালেন জেরার্ড পিকে (Camp Nou- Gerard Pique)। আর বিদায়ী ম্যাচে সতীর্থদের কাছ থেকে উপহার পেলেন দলের জয়। স্প্যানিশ তারকা ডিফেন্ডার আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি ফুটবল থেকে অবসর নিচ্ছেন। সেই অর্থে আগামী মঙ্গলবার রাতে ওসাসুনার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচটাই বার্সার জার্সিতে পিকের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। তার আগে শনিবার রাতে ক্যাম্প ন্যুতে আলমেরিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে বার্সেলানা। ৪৮ মিনিটে প্রথম গোলটি করেন ওসুমানু ডেম্বেলে। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্র্যাঙ্কি ডি’জং।
এদিন পিকের নেতৃত্বেই মাঠে নেমেছিল বার্সেলোনা। ৮৪ মিনিটে অবশ্য পিকেকে (Camp Nou- Gerard Pique) তুলে নেন কোচ জাভি হার্নান্দেজ। ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলতে নেমে আবেগে ভেসে গিয়েছেন পিকেও। তিনি বলেন, ‘‘সবাইকে ধন্যবাদ। এত ভালবাসা, এত সম্মান কোনও দিন ভুলতে পারব না। ধন্যবাদ ক্যাম্প ন্যু, অজস্র অসাধারণ মুহূর্ত উপহার দেওয়ার জন্য। তবে এটা আমার কাছে বিদায়ী মুহূর্ত নয়। ভবিষ্যতে এখানে আবারও ফিরে আসব। হয়তো অন্য কোনও ভূমিকায়। আমি এখানেই জন্মেছি। এখানেই আমার মৃত্যু হবে।’’

আরও পড়ুন-ক্ষমা চাইলেন ডরসি

Latest article