পথ খোলা, দল ছাড়ার সম্ভাবনা উসকে দিয়ে বললেন গুলাম নবি

শীর্ষ নেতৃত্ব কোনও সমালোচনা সহ্য করতে পারে না। দলের ভালর জন্য কেউ কোনও কথা বললে শীর্ষ নেতৃত্ব সেটাকে তাঁদের বিরুদ্ধে চ্যালেঞ্জ বলে মনে করেন।

Must read

প্রতিবেদন : সময় যত গড়াচ্ছে ততই কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবি আজাদের সঙ্গে দলের সম্পর্ক অবনতি হচ্ছে। রাজনৈতিক মহলের আশঙ্কা, খুব শীঘ্রই গুলাম নবি হয়তো কংগ্রেস ছাড়বেন। কাশ্মীরের রাজনীতিতে জল্পনা ছড়িয়েছে, গুলাম নবি কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দল গড়তে পারেন। রাজনৈতিক মহলের এই জল্পনাকে গুলাম নিজেই উসকে দিয়েছেন। এক অনুষ্ঠানে এই প্রবীণ নেতা বলেন, আপাতত নতুন দল গড়ার তেমন কোনও ইচ্ছা তাঁর নেই। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। সব সম্ভাবনাই খোলা রয়েছে। আগামী দিনে যেকোনও কিছুই হতে পারে।

আরও পড়ুন-এবার ব্যাঙ্ক বেসরকারীকরণ নিয়ে আন্দোলনের হুমকি টিকায়েতের

উল্লেখ্য, গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন গুলাম নবি। কিন্তু গত কয়েক বছরে তিনি ক্রমশই গান্ধী পরিবারের কার্যপ্রণালীর বিরোধিতা শুরু করেন।

কাশ্মীরের বিভিন্ন এলাকায় গিয়ে ছোট ছোট জনসভা করতে দেখা গিয়েছে। সেখানে নবির ঘনিষ্ঠদেরই দেখা গিয়েছে৷ পক্ষকাল আগে গুলাম নবির ঘনিষ্ঠ অন্তত ২০ জন নেতা কংগ্রেস ছেড়েছেন। ওই কংগ্রেস নেতারা দল ছাড়ার পর গুলাম নবির দল ছাড়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।

আরও পড়ুন-আমন্ত্রিত সৌরভরা

কংগ্রেস নেতা কপিল সিব্বল এবং গুলামের নেতৃত্বেই দলের ভিতরে শুরু হয় বিদ্রোহ। গুলাম নবিকে সবক শেখাতে রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হয়ে গেলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আর তাঁকে অন্য কোনও রাজ্য থেকে জিতিয়ে আনেননি। যা নিয়ে নবির মধ্যেও একটা অভিমান রয়েছে।

তাঁর ​অভিযোগ, শীর্ষ নেতৃত্ব কোনও সমালোচনা সহ্য করতে পারে না। দলের ভালর জন্য কেউ কোনও কথা বললে শীর্ষ নেতৃত্ব সেটাকে তাঁদের বিরুদ্ধে চ্যালেঞ্জ বলে মনে করেন। ইন্দিরা বা রাজীবের আমলে আমি অনেক কথা বলেছি। অনেক বেশি প্রশ্ন করেছি। তাতে কিন্তু ইন্দিরা বা রাজীব কেউই আপত্তিকর কিছু দেখেননি। আজ যখন আমি সেই কথা বলছি তখন শীর্ষ নেতৃত্ব তা আপত্তিকর বলে মনে করছে।

Latest article